Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঙালি দুর্গা পুজোতেই উপহার পাবে হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক

বাঙালি দুর্গা পুজোতেই উপহার পাবে হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক
বিদ্যুৎহীন সেন্ট্রাল বাসস্ট্যান্ড। পানীয় জলের ব্যবস্থাও নেই। রাতে অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে ব্যাটারি, টাকাপয়সা ও নানা ধরনের পরিবহণ সামগ্রী। দিনের বেলায়…

 


বাঙালি দুর্গা পুজোতেই উপহার পাবে হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড- পৌর প্রশাসক


বিদ্যুৎহীন সেন্ট্রাল বাসস্ট্যান্ড। পানীয় জলের ব্যবস্থাও নেই। রাতে অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে ব্যাটারি, টাকাপয়সা ও নানা ধরনের পরিবহণ সামগ্রী। দিনের বেলায় বাসস্ট্যান্ডের ভিতর মাদকের আসর বসছে বলেও অভিযোগ।

বছর দু'য়েক আগে হলদিয়া তৈল শোধনাগারের সিএসআর প্রকল্পের আওতায় বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়। হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে সেন্ট্রাল বাসস্ট্যান্ড আমরা উদ্বোধন করিনি। উদ্বোধন হলে বিদ্যুৎ দেওয়া হবে।"

সূত্রে জানা যায়,এর আগে বাস স্ট্যান্ড ছিল হলদিয়া বন্দরের জমিতে। বিদ্যুৎ দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ। সেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে বেশ কয়েক মাস। পুরসভা বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করেনি। পুরসভার বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার দেবশিস মুখোপাধ্যায় জানান, রাজ্য বিদ্যুৎ পর্যদের কাছে তাঁরা আবেদন করেছেন বিদ্যুতের জন্য। সৌরবিদ্যুৎ চালু করার জন্য সমীক্ষার কাজও চলছে। পুজোর আগেই বিদ্যুৎ চলে আসবে। তবে ক্ষুব্ধ পরিবহন কর্মীরা নবান্নে অভিযোগ জানিয়েছেন। 

হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি বলেন, বিদ্যুৎ সংযোগের কাজ করছেন এক ঠিকাদার। সোলার সিস্টেমের কাজও চলছে। আগামী দূর্গা পূজার আগেই চালু হয়ে যাবে সেন্ট্রাল বাস স্ট্যান্ড । বাসস্ট্যান্ডের ভিতরে অনেক অস্থায়ী দোকান ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে প্রায় ২৮ জন ছিল তাদের কোথাও ভাবা হচ্ছে বলে জানালেন। 

কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শুরুতে বলেছিলেন ৬ মাস সময় লাগবে দেখতে দেখতে প্রায় দু বছর হতে গেল এখনো চালু হলো না। বাসস্ট্যান্ডে বিদ্যুৎ নেই। বাস স্ট্যান্ডের চারপাশে অবৈধ ঝুপড়ি বসিয়েছেন তৃণমূল নেতারা। তাদেরকে সেলটার দিচ্ছে পৌরসভা? যখন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি থেকে ঝুপড়ি উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছেন ওই এলাকায় ঝুবড়ী উচ্ছেদ হয়েছিল কিন্তু এখনো বাস স্ট্যান্ড চালু হয়নি তার চার ধারেই ঝুবড়ী বসে গেছে নজর দিক প্রশাসন।

No comments