Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলে অরণ্য সপ্তাহ পালন

স্কুলে অরণ্য সপ্তাহ পালন

১৪ ই জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ চলছে সারা রাজ্যজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে গাছ লাগানো কর্মসূচি চলছে।অরণ্য সপ্তাহ'-কে সামনে রেখে  হলদিয়ার জয়নগর হাই স্কুলে ইক…

 




স্কুলে অরণ্য সপ্তাহ পালন



১৪ ই জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ চলছে সারা রাজ্যজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারের পক্ষ থেকে গাছ লাগানো কর্মসূচি চলছে।অরণ্য সপ্তাহ'-কে সামনে রেখে  হলদিয়ার জয়নগর হাই স্কুলে ইকো-ক্লাবের উদ্যোগে ও মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডের সহযোগীতায় বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিভিন্ন প্রজাতির আম,জাম,কাঁঠাল,লেবু,তেজপাতা ও

,পেয়ারা মিলিয়ে মোট ৫৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে এই গাছ বিতরন করা হয়৷বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা  হয় কিছু গাছ৷অনুষ্ঠানের অভিনবত্ব ছিল বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা গাছের ফল দিয়ে অতিথি বরণ৷অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংস্হার এ.জি.এম,এইচ.আর.সুব্রত ঘোষ,সহকারী ম্যানেজার,এইচ.আর.সমীরন জানা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু,ইকো-ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কানাই মহন্ত প্রমুখ৷

No comments