Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক পরমাণু গল্প ও বিনোদন সাহিত্য পত্রিকার সম্মেলন

কলকাতায় শব্দের আন্তর্জাতিক পরমাণু গল্প ও বিনোদন সাহিত্য পত্রিকার  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 

সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃভারতের কলকাতা শিয়ালদাহে নয় শব্দের আন্তর্জাতিক পরমাণু গল্প ও বিনোদন সাহিত্য পত্রিকার সম্মেলন অনুষ্ঠান সম্প…

 




কলকাতায় শব্দের আন্তর্জাতিক পরমাণু গল্প ও বিনোদন সাহিত্য পত্রিকার  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 



সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃভারতের কলকাতা শিয়ালদাহে নয় শব্দের আন্তর্জাতিক পরমাণু গল্প ও বিনোদন সাহিত্য পত্রিকার সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

১৪ জুলাই রবিবার সকাল এগারোটায় কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক নয় শব্দের পরমাণু গল্পের তৃতীয় বর্ষে ও বিনোদন সাহিত্য পত্রিকার 

 সম্মেলন অনুষ্ঠিত হয়ে বিকেল চারটের সময় পর্যন্ত হল ভর্তি ভারত ও বাংলাদেশের তিন শতাধিক কবি সাহিত্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হল।

এই বছর আনন্দ প্রকাশন থেকে তৃতীয় বর্ষের নয় শব্দের পরমাণু গল্পের যে সংকলন টি প্রকাশিত হয় তাতে দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবির নয় শব্দের গল্প স্থান পেয়েছে সঠিক মানের হওয়ার জন্য। 

প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগীত শিল্পী নবলতা শীল। এই বছর নবলতা শীল ও সোমা কর নয় শব্দের পরমাণু গল্পের সভাপতির দায়িত্ব পালন করেন আর কৃষ্ণা মোদক ও সঞ্জীব ঘোষকে সভাপতি হিসেবে বরণ করেন নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক ও পঞ্চবান স্রষ্টা কবি সুশান্ত ঘোষ।

 তিনি বলেন পরমাণু গল্প কোনও উক্তি নয়। পৃথিবী জুড়ে বহুদিন অনেক বছর ধরেই কখনও নয় শব্দের মধ্যেই, কখনও দশ, কুড়ি, পঁচিশ, ত্রিশ এখনকি পঞ্চাশ শব্দের গল্পকেও পরমাণু গল্প বলা হয়ে থাকে। আমরা গুগুল সার্চ করলেই এগুলো দেখতে পাই । কিন্তু আমার ভাবনায় পরমাণু গল্প লিখতে গেলে তাকে নয় শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে নামকরণ সহ লিখতে হবে । এটা সত্যিই লেখা ভীষণ কষ্টকর । কিন্তু পরমাণু সংখ্যা বলতে আমরা একক সংখ্যা নয় পর্যন্ত নিতে পারি । দশ থেকেই যুক্ত সংখ্যার প্রকাশ ঘটে । ফলে বৈজ্ঞানিক ভাবে কঠিন হলেও আজ নয় শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে অনেকেই ভীষণ সুন্দর পরমাণু গল্প লিখছেন । ২০২২ সালে আমার কলমে নয় শব্দের পরমাণু গল্পের গ্রন্থ “অ্যাটম_বোম” প্রায় ২৫০ টি পরমাণু গল্প নিয়ে আনন্দ প্রকাশন থেকেই প্রকাশিত হয় । বহু সাহিত্যিক সেই গল্প গ্রন্থ সংগ্রহ করে সেখানকার সূত্র ধরেই তাদের একক অনেক গল্পের গ্রন্থ প্রকাশ করেছেন । এটা ভীষণ ভাবেই আমাদের গর্বিত করে । আজকের দিনে প্রায় পনের কুড়ি জন সাহিত্যিক এর কলমে তাদের একক নয় শব্দের পরমাণু গল্পের গ্রন্থ প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক এই মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বর্ষীয়ান কবি কমল দে সিকদার, শ্রী বরুণ চক্রবর্তী, সংগঠক চন্দ্রনাথ বসু, অনুপ দত্ত, তাপস সাহা, আনন্দ প্রকাশননীর কর্ণধার আনন্দ মন্ডল, বকুল বৈরাগী, মিনতি গোস্বামী, আশা সরকার, নবলতা শীল, লেখক অর্পিতা কামিল্যা, তনুশ্রী রায়, দেবিকা ব্যানার্জি, নন্দিনী লাহা, সুমন চট্টোপাধ্যায়, মুকুল চক্রবর্তী, রঞ্জনা কর্মকার, সুলেখা বিশ্বাস সহ বহু কবি ও সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।  

এছাড়াও বাংলাদেশের কবি হাসিদা মুন, সাহিত্যিক মুর্শিদ উজ জামান, কবি ও সংগঠক নুরুল শিপার খান আরো বিশিষ্ট কয়েকজন সাহিত্যিক উপস্থিত ছিলেন।

বিশেষ কারণে বাংলাদেশের বিশিষ্ট মানবিক সমাজকর্মী পাচারের শিকার মানব উদ্ধার সংস্থার চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম এর ছেলের এইচএসসি পরীক্ষা চলমান থাকায় অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে বিশেষ বার্তা পাঠিয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

অনুষ্ঠানে উপস্থিত সবার বুকে নয় শব্দের পরমাণু গল্পের লোগো খচিত স্টিলের ব্যাচ, মেডেল ও সংকলন দ্বারা মঞ্চে সম্মানিত করা হয় । সমস্ত অতিথিদের বক্তব্য জুড়ে ছিল আধুনিক বাংলা সাহিত্যের অঙ্গনে এই অসাধারণ সাফল্যের বৈজ্ঞানিক তত্ত্বের উপর দাঁড়িয়ে ভাবনার ইতিহাস ।

পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ বলেন নয় শব্দের পরমাণু গল্পের এই ঘরানার সফলতার মূল কারিগর কিন্তু সারা বিশ্বের বহু লেখকদের সক্রিয় কলম । আজ অনেক লেখক অফলাইন ও অনলাইনে তাদের নয় শব্দের মধ্যেই পরমাণু গল্প লিখছেন । সমস্ত গুণিজনদের প্রতি উনি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সঞ্চালক হিসেবে পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা, নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ মহাশয়ের সাথেই সহযোগিতা করেন শ্রী বরুণ চক্রবর্তী ও আনন্দ প্রকাশনের কর্ণধার শ্রী নিগমানন্দ মণ্ডল । অনুষ্ঠানে সবার জন্যই চা, জল ও টিফিনের ব্যাবস্থা করা হয়েছিল। পরবর্তী অংশে হলে উপস্থিত বিভিন্ন সৃজনশীল ছোট ছোট লিটল ম্যাগাজিন সাহিত্য পত্রিকা’কে উৎসাহিত করার জন্য প্রায় পঞ্চাশ জনের অধিক সাহিত্য পত্রিকা’র সম্পাদক ও সম্পাদিকাকে আমন্ত্রণ করে বিনোদন সাহিত্য পত্রিকা’র ব্যানারে তাদের সম্মানিত করেন উত্তরীয় ও স্মারক সহ বিনোদন সাহিত্য পত্রিকা’র সম্পাদক হিসেবে কবি সাহিত্যিক ও সংগঠক সুশান্ত ঘোষ মহাশয় । এটা একটা সুন্দর প্রয়াস বলে বর্ননা করেন অনেকেই । এই অনুষ্ঠানে উপস্থিত আবৃত্তি শিল্পী সুমন মুখোপাধ্যায়, তাপসী ঘোষ, ঝুমঝুম ব্যানার্জী, নন্দিনী লাহা, রঞ্জনা কর্মকারকেও সম্মানিত করা হয় পত্রিকা’র তরফ থেকে । তাঁদের অসাধারণ আবৃত্তি মুগ্ধ করে সবাইকেই। একটি সুন্দর সুস্থ সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল অনুষ্ঠান সবাই আন্তরিক আনন্দ সহকারে উপভোগ করেন।

No comments