২৭ তম বর্ষে বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/W7kSD013zBo
মনোরঞ্জন জানা ঘাটাল: বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে স্বর্গীয় গার্গী চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। তাদের এ বৎসরের ২৭ তম বর্ষ…
২৭ তম বর্ষে বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/W7kSD013zBo
মনোরঞ্জন জানা ঘাটাল: বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে স্বর্গীয় গার্গী চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। তাদের এ বৎসরের ২৭ তম বর্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে কুশপাতা ঘাটালে বনোমহোৎসব দিনে রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখেই রক্তদান শিবিরের আয়োজন করেন। সূত্রে জানা যায়,এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিলেন। থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের জন্য রক্তের প্রয়োজন হয়। ঘাটাল বঙ্গবাসী ক্লাবের উদ্যোগে এ রক্তদান শিবিরে রক্ত দাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।
No comments