ব্রজলালচক গান্ধী মার্কেট কমিটির উদ্যোগে রক্তদান শিবির রক্তদান জীবন দান থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের প্রয়োজন প্রচন্ড প্রবাহ চলার সময় হাসপাতলে রক্তের প্রয়োজন হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতাল এবং হলদিয…
ব্রজলালচক গান্ধী মার্কেট কমিটির উদ্যোগে রক্তদান শিবির
রক্তদান জীবন দান থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের প্রয়োজন প্রচন্ড প্রবাহ চলার সময় হাসপাতলে রক্তের প্রয়োজন হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতাল এবং হলদিয়া মহকুমার হাসপাতালে পক্ষ থেকে রক্ত দাতাদের সংবর্ধিত করা হচ্ছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/hD3ru3uYoe0
ব্রজলালচক গান্ধী মার্কেট কমিটি তারা প্রতিবছর মতো রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন
আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা বিশিষ্ট সমাজসেবী শিক্ষা ব্রতী মদনমোহন সেন চকদ্বীপা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস বাজারের প্রাক্তন সম্পাদক নয়ন রঞ্জন মাইতি। রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয়। জানালেন বাজারের সমন্বয় কমিটির সম্পাদক আলোক রঞ্জন দাস ।
No comments