মেদিনীপুর সংশোধনাগারে বন্দীর মৃত্যু তদন্তের দাবিতে পথ অবরোধ করলেন পরিবারের সদস্যরা
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত যুবকের দেহ নিয়ে তমলুকে পথ অবরোধ করলেন পরিবারের লোকজন। মঙ্গলবার বিকেলে এনিয়ে তমলুক থানার দক্ষিণ বাগুয়ানে তীব্র উ…
মেদিনীপুর সংশোধনাগারে বন্দীর মৃত্যু তদন্তের দাবিতে পথ অবরোধ করলেন পরিবারের সদস্যরা
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত যুবকের দেহ নিয়ে তমলুকে পথ অবরোধ করলেন পরিবারের লোকজন। মঙ্গলবার বিকেলে এনিয়ে তমলুক থানার দক্ষিণ বাগুয়ানে তীব্র উত্তেজনা ছড়াল। প্রায় দু’ঘণ্টা অবরোধ হয়। দেহ নিয়ে বাড়িতে যাওয়ার সময় দু’জন পুলিস অফিসার ও কর্মী আক্রান্ত হন। এদিন বিকেলে মেদিনীপুর থেকে শেখ হোসেন আলির দেহ নিয়ে আসে পরিবারের লোকজন। বিকেল ৩টে ৪৫মিনিট নাগাদ দেহ নিয়ে দক্ষিণ বাগুয়ান গ্রামে অবরোধ শুরু করেন বাড়ির লোকজন। বিকেল ৬টায় সেই অবরোধ তোলা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার মেদিনীপুর সংশোধনাগারে শেখ হোসেন আলি নামে ২৬বছরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর বাড়ি তমলুক ব্লকের উত্তর বাগুয়ান গ্রামে। চনশ্বরপুরে এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে হিমাচল প্রদেশে নিয়ে যাওয়ার অভিযোগে তমলুক থানার পুলিস তাকে গ্রেপ্তার করেছিল। গত বৃহস্পতিবার তমলুক থেকে হোসেনকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু, এনিয়ে বাড়ির লোকজনকে কিছু জানানো হয়নি। শুক্রবার সকালে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, ওই যুবক গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয়েছেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাড়ির লোকজন। হাইকোর্টে এনিয়ে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তমলুক থানা, তমলুক উপসংশোধনাগার এবং মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ফুটেজ তলব করেছেন। পাশাপাশি ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। ওই অর্ডারের পর মঙ্গলবার হোসেনের দেহ বাড়িতে আনেন পরিবারের লোকজন।
No comments