নিখোঁজ স্কুল ছাত্রীপূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত দুর্গাচক নিউ কলোনি এলাকার এক স্কুল ছাত্রীর স্কুল যাওয়ার সময় বেরিয়ে যায়। পরে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ খবর নেয় কিন্তু কোথ…
নিখোঁজ স্কুল ছাত্রী
পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত দুর্গাচক নিউ কলোনি এলাকার এক স্কুল ছাত্রীর স্কুল যাওয়ার সময় বেরিয়ে যায়। পরে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ খবর নেয় কিন্তু কোথাও খোঁজ না পাওয়ায় অবশেষে দুর্গাচক থানায় অভিযোগ দায় করেন পরিবারের পক্ষ থেকে। ব্যক্তিগত উদ্যোগে খোঁজখবর চালিয়েছেন কিন্তু তিন দিন হয়ে গেল কোন খোঁজ খবর না থাকায় উদ্বেগ প্রকাশ করছেন বাবার নাম গৌতম হালদার মেয়েটির নাম সুমনা হালদার বয়স ১৩ বৎসর। সূত্রে জানা যায় ৫ই জুলাই শুক্রবার স্কুলের টাইমে বেরিয়ে যায়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/WnTzcNXa6Pw
শিল্পাঞ্চল এলাকা গত কয়েকদিন আগেই দুর্গাচক টাউনশিপ শোভারামপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সেও নিখোঁজ হয়েছিল ৮ দিনের মাথায় তাকে দীঘা থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। এই সময়ে ছাত্রছাত্রী নিখোঁজ হয় প্রশাসনের তরফ থেকে বিশেষ করে ট্রাফিক পুলিশের উদ্যোগেও বিভিন্ন স্কুলে পড়ুয়া এবং অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের মধ্যে সচেতন আনতে বিশেষ করে যে গাড়িগুলো ছাত্রছাত্রীদের নিয়ে যায় সেই গাড়িগুলো যথাস্থানে দাঁড় করানো এবং তাদের পরিবারের হাতে ছাত্র-ছাত্রীকে তুলে দেওয়া যায় সেদিকেও ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন হলদিয়া ট্রাফিক ইনচার্জ রানা ব্যানার্জি।
No comments