রথযাত্রার পূর্ণ লগ্নে যাত্রাপালার বুকিং শুরু, বুকিং কেন্দ্রে ভীড় যাত্রাপ্রেমীদের রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, এমন দিনেই মহা ধুমধাম যাত্রাপাড়ায়। চিরাচরিত রীতি মেনে এদিন থেকেই বুকিং শুরু হল যাত্রাপালার। রবিবার রাজ্যের বিভিন্ন বুক…
রথযাত্রার পূর্ণ লগ্নে যাত্রাপালার বুকিং শুরু, বুকিং কেন্দ্রে ভীড় যাত্রাপ্রেমীদের
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, এমন দিনেই মহা ধুমধাম যাত্রাপাড়ায়। চিরাচরিত রীতি মেনে এদিন থেকেই বুকিং শুরু হল যাত্রাপালার। রবিবার রাজ্যের বিভিন্ন বুকিং কেন্দ্রে যাত্রামঞ্চে প্রকাশিত হল পোস্টার, যত্রাদর্পণ। যাত্রাপালার কলাকুশলী ছাড়াও উপস্থিল ছিলেন পালার প্রযোজক ও পরিচালকরা।
এদিন নন্দকুমার চৌরাস্তায় একাধিক বুকিং কেন্দ্র ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ বুকিং করলে বিশেষ ছাড় থাকায় যাত্রা,বাউলগান, গাজন সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুকিং করছেন।
No comments