Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোর বিতর্ক ?একুশে জুলাইয়ের সভায় বন্দরের জিএম-র গাড়ি নিয়েগেলেন হলদিয়ার তৃণমূল নেতা

জোর বিতর্ক ?একুশে জুলাইয়ের সভায় বন্দরের জিএম-র গাড়ি নিয়েগেলেন হলদিয়ার তৃণমূল নেতাবন্দর আধিকারিকের গাড়ি নিয়ে কলকাতায় একুশে জুলাইয়ের সভায় যাওয়ার অভিযোগ উঠেছে হলদিয়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই গাড়িটি ব্যবহার করেন হলদিয়া বন্দরের এ…

 


জোর বিতর্ক ?একুশে জুলাইয়ের সভায় বন্দরের জিএম-র গাড়ি নিয়েগেলেন হলদিয়ার তৃণমূল নেতা

বন্দর আধিকারিকের গাড়ি নিয়ে কলকাতায় একুশে জুলাইয়ের সভায় যাওয়ার অভিযোগ উঠেছে হলদিয়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই গাড়িটি ব্যবহার করেন হলদিয়া বন্দরের এক জেনারেল ম্যানেজার। ওই গাড়ি ব্যবহার নিয়ে তৃণমূলের অন্দরেই নেতাদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। আধিকারিকের গাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে সভায় যাওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে, ওই আধিকারিক আবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোপ দেগেছে পদ্ম শিবির। জানা গিয়েছে, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি বেসরকারি সংস্থার ছোট গাড়ি নিয়ে চুক্তি রয়েছে। বন্দর কর্তৃপক্ষকে ওই সংস্থা আধিকারিকদের ব্যবহার সহ অফিসের কাজের জন্য ৮০টি গাড়ি সরবরাহ করে। এরমধ্যে জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের গাড়ি রয়েছে। বন্দরেরজেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) মানস মণ্ডলের জন্য এরকম একটি গাড়ি বরাদ্দ রয়েছে। চুক্তি রয়েছে ওই আধিকারিক ২৪ ঘণ্টার যেকোনও সময়ে গাড়ি ব্যবহার করবেন। অভিযোগ, একুশে জুলাইয়ের সভাতে যাওয়ার জন্য জেনারেল ম্যানেজারের ওই গাড়ি ব্যবহৃত হয়েছিল। ওইদিন জিএম গাড়ি চেয়েও ওই গাড়িটি পাননি। পরে তিনি জানতে পারেন, ওই গাড়িটি হলদিয়া এক তৃণমূল নেতা ব্যবহার করেছিলেন। জানা গিয়েছে, ওই গাড়িটি ব্যবহার করেছিলেন আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি তৃণমূল নেতা শিবনাথ সরকার। এদিকে, জেনারেল ম্যানেজার মানস মণ্ডল তাঁর নিরাপত্তার অভাবের জন্য জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীনকুমার দাসকে চিঠি দিয়েছেন। ওই গাড়ি আপাতত তিনি ব্যবহার করছেন না। গাড়িটি গ্যারেজে রয়েছে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা। ওই সংস্থাকে বন্দরের তরফে শোকজ করা হয়েছে। তবে ওই সংস্থা শোকজের যে জবাব দিয়েছে তা গ্রহণ করেনি বন্দর কর্তৃপক্ষ। জিএম প্রবীনকুমার দাস বলেন, এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থার সঙ্গে আলোচনায় বসব। এদিকে, বিতর্কে জড়িয়ে পড়া তৃণমূল নেতা শিবনাথ সরকারের দাবি, ওই বেসরকারি সংস্থা থেকে আমরা গাড়ি ব্যবহার করি। সেই গাড়ি কোথায় কে চড়েন আমরা জানব কীভাবে? অতীতে নিজে বা সংগঠনের তরফে বহুবার ওই সংস্থার গাড়ি ব্যবহার করেছি। সংস্থা যে জেনারেল ম্যানেজারের বরাদ্দ গাড়িই আমাকে পাঠিয়েছেন তা জানার কথা নয়। পরে বিষয়টি জেনেছিলাম। এই বিষয়ে অযথা জলঘোলা করা হচ্ছে। দলেরই এক নেতা এবিষয়ে অভিযোগ করেছেন। ওই তৃণমূল নেতা নিজেও ওইদিন ওই সংস্থা থেকে গাড়ি নিয়ে একুশের সভায় গিয়েছিলেন বলে দাবি শিবনাথবাবুর। বন্দরের বিজেপি নেতা প্রদীপ বিজলি বলেন, হলদিয়ার তৃণমূল নেতারা নির্লজ্জ হয়ে গিয়েছেন। তাই ওদের মানুষ পছন্দ করছে না।

No comments