Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎসশ্রী পোর্টাল খোলার তথ্য তলব হাইকোর্টের

বদলি আটকে,উৎসশ্রী পোর্টাল খোলার তথ্য তলব হাইকোর্টের
কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল? এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করল হাইকোর্ট। একটি বিজ্ঞপ্তি মারফত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে …

 




বদলি আটকে,উৎসশ্রী পোর্টাল খোলার তথ্য তলব হাইকোর্টের


কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল? এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করল হাইকোর্ট। একটি বিজ্ঞপ্তি মারফত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পোর্টাল বন্ধ থাকায় সব স্তরের শিক্ষকদের বদলি আটকে রয়েছে। ফলে একের পর এক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এমনই একটি মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করেছেন। কয়েক দিন আগে বদলি সংক্রান্ত এক মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয় থমকে থাকতে পারে না। অনলাইনের বদলে অফলাইনে বদলির আবেদন নিয়ে পর্ষদকে তা কার্যকর করারই নির্দেশ দেন তিনি। এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচারভার যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার তেমনই এক বদলি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, বদলি সংক্রান্ত বহু আবেদন অফলাইনে জমা পড়েছে। সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে আবেদনগুলি কার্যকর করা অসম্ভব। তাই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু তার প্রেক্ষিতে রাজ্যের জবাব এখনও মেলেনি। পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহার নির্দেশ, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে, সেই তথ্য পর্ষদকে জানাতে হবে। তারপরই বদলির মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। 

No comments