বন্ধু আমার দুঃখ দূর্গাপদে মিশ্র দুঃখ কখনো আমাকে একা ফেলে যায় না। সবাই যখন সরে যায় তখন সে আমার পাশে থাকে। হাসির ভিড়ে আমি যতবার হারিয়ে গেছি ফিরে এসে দেখেছি দুঃখই আমার জন্য অপেক্ষা করছে। মানুষ প্রতিশ্রুতি ভাঙ্গে সম্পর্ক বদলায় …
বন্ধু আমার দুঃখ দূর্গাপদে মিশ্র
দুঃখ কখনো আমাকে একা ফেলে যায় না। সবাই যখন সরে যায় তখন সে আমার পাশে থাকে। হাসির ভিড়ে আমি যতবার হারিয়ে গেছি ফিরে এসে দেখেছি দুঃখই আমার জন্য অপেক্ষা করছে। মানুষ প্রতিশ্রুতি ভাঙ্গে সম্পর্ক বদলায় কিন্তু দুঃখ বদলায় না।
যে প্রত্যেকদিন এসে মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি কারণ ব্যথা আছে।
আজ তাই আর কাউকে খুঁজি না কোন ভিড়ের প্রয়োজনও হয় না আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গী হয়ে গেছে এই দুঃখ।
যে আমার কান্না বুঝে যে আমাকে কখনো ছেড়ে যায় না এর সত্য এখন প্রমাণিত আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আসলেই দুঃখই।।
No comments