Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে

ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরেবেলাইন হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেন। উল্টে গেলো ১৮ টি বগি।
ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বরবম্বুরের মাঝে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-মুম্বই সিএসএমটি …

 




ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে

বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেন। উল্টে গেলো ১৮ টি বগি।


ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বরবম্বুরের মাঝে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস। লাইনচ্যুত ট্রেনের ১৮টি বগি। যার ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। যার মধ্যে রয়েছে- ২২৮৬১ হাওড়া-টিটলাগড়-কন্তবঞ্জি এক্সপ্রেস, ০৮০১৫/১৮০১৯ খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১২০২১/১২০২২ হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, ১৮১০৯ টাটানগর-ইটওয়াড়ি এক্সপ্রেস, ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস, ১৩৫১২/১৩৫১১ আসানসোল- টাটা এক্সপ্রেস, ২২৮৬১ হাওড়া-কটপদি এক্সপ্রেস, ২২৮৬১ ইস্পাত এক্সপ্রেস। আপাতত আজ, মঙ্গলবারের জন্য এই ট্রেনগুলির যাত্রা বাতিল করা হয়েছে। ঘুরপথে চলছে ১৩২৮৮ আরা-দূর্গ সাউথ বিহার এক্সপ্রেস,১২২৬২ দুরন্ত এক্সপ্রেস, ১২১৩০ হাওড়া-পুনে এক্সপ্রেস। যাত্রা ছোট করে দেওয়া হয়েছে একাধিক ট্রেনের। যার মধ্যে রয়েছে- ১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, ট্রেনটি এদিন যাবে আদ্রা পর্যন্ত। ১৮১১০ ইটওয়াড়ি-টাটানগর এক্সপ্রেস, ট্রেনটি এদিন যাবে বিলাসপুর পর্যন্ত। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। জখম কমপক্ষে ২০ জন যাত্রী। উদ্ধারকাজ শুরু হয়েছে।

কাকভোরেই ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বরবম্বুরের মাঝে দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস। গতকাল, সোমবার গভীর রাতে হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথেই ঘটেছে দুর্ঘটনাটি। যার ফলে মৃত্যু হয়েছে ২ জনের। জখম কমপক্ষে ২০ জন যাত্রী। আর এই দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর খুলেছে রেল। যেগুলি হল- টাটানগর- 06572290324, চক্রধরপুর- 06587238072, রৌরকেল্লা- 06612501072, 06612500244, হাওড়া- 9433357920,03326382217, রাঁচি- 06512787115, হাওড়া হেল্প ডেস্ক- 033-26382217, 9433357920,

এসএইচএম হেল্প ডেস্ক: 6295531471, 7595074427, কেজিপি হেল্প ডেস্ক- 03222293764, মুম্বই- 02222694040, নাগপুর- 7757912790


No comments