মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করলো স্বজন
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ বাগনান খালোড় চিত্রবানী সিনেমার পাশে মহানায়ক উত্তম কুমারের জন্ম দিবস পালন করা করেছে স্বজন সাহিত্য সংগঠন। ২৪ জুলাই সকা…
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করলো স্বজন
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ বাগনান খালোড় চিত্রবানী সিনেমার পাশে মহানায়ক উত্তম কুমারের জন্ম দিবস পালন করা করেছে স্বজন সাহিত্য
সংগঠন। ২৪ জুলাই সকালে উত্তমকুমারে মূর্তি তে মাল্য দান করেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, বাগনান কলেজের অধ্যক্ষ বাদল কুমার মাইতি, টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক প্রকৃতি রঞ্জন ভৌমিক, স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু,চিত্রশিল্পী সৈকত খাঁড়া, বাগনান কলেজের ছাত্রী পৌলভি মিশ্র, কার্তিক মুদলী, গৌতম পাল ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।
এই উপলক্ষে বাগনান হাই স্কুলের সহ প্রধান শিক্ষক সুনির্মল চক্রবর্তী, কবি ও আইনজীবী আব্দুল হান্নান ও উপস্থিত সকলের হাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ও চারা গাছ তুলে দেন সম্পাদক চন্দ্রনাথ বসু।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ বাদল কুমার মাইতি, মানস কুমার বসু ও চন্দ্রনাথ বসু। বৃক্ষরোপণ করেন সৈকত খাঁড়া ও পৌলভি মিশ্র।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মানস কুমার বসু।
No comments