Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে নানুর দিবস উদযাপনের প্রস্তুতি এখন জোর কদমে

হলদিয়াতে নানুর দিবস উদযাপনের প্রস্তুতি এখন জোর কদমেভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/ZvE7awLfmkw
নানুর শহিদ দিবস পালনের প্রস্তুতি চলছে জোর কদমে হলদিয়াতে।  হলদিয়া পৌরসভার এলাকায় ১১ টি জায়গায় ১১ জন শহীদদের নামাঙ্কিত বট গা…

 


হলদিয়াতে নানুর দিবস উদযাপনের প্রস্তুতি এখন জোর কদমে

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/ZvE7awLfmkw


নানুর শহিদ দিবস পালনের প্রস্তুতি চলছে জোর কদমে হলদিয়াতে।  হলদিয়া পৌরসভার এলাকায় ১১ টি জায়গায় ১১ জন শহীদদের নামাঙ্কিত বট গাছ লাগানো হলো। হলদিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে শহিদ দিবসের জন্য ওয়ার্ড এলাকায় চলছে প্রচার অভিযান। ২৭ শে জুলাই হলদিয়া পৌরসভা রবীন্দ্র নজরুল মঞ্চে রক্তদান শিবির এবং শহীদদের স্মৃতি তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২৭শে জুলাই নানুর শহীদ দিবস উপলক্ষ্যে আর্ত মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ করে  শহিদ-তর্পণ করা হবে। 

প্রসঙ্গত,২০০০ সালের ২৭ জুলাই ১১ জন খেতমজুরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারপর থেকেই এই দিনটিকে ‘সূচপুর দিবস’ হিসাবে পালন করছে তৃণমূল। 

নানুরের সূচপুর গ্রামে ২০০০ সালে এই দিনে ১১ জন খেতমজুরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। রাজ্যের তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে নানুরের তৃণমূল কর্মীদের নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা আজও দগদগে ক্ষত হয়ে রয়েছে নানুর সহ গোটা বীরভূমের বাসিন্দাদের মনে। তৃণমূলও সেই ঘটনা ভোলেনি। ২০০০ সালে নৃশংস ঘটনার পরদিনই নানুর ছুটে এসেছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বৎসর এই দিনে সুচপুর সহ সারা রাজ্যের জুড়ে বিভিন্ন জায়গায় নানুর দিবস হিসেবে পালন করা হয়। হলদিয়াতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২০০৯ সাল থেকে শহীদ দিবস পালন করে আসা হচ্ছে জানালেন শহীদ দিবস উদযাপন কমিটির অন্যতম কর্ণধার আজিজুল রহমান। তিনি বলেন 

হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে। ২৭ জুলাই নানুর দিবস সেই দিনটিকে সামনে রেখে আজ ২৫ শে জুলাই সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগানো কর্মসূচি হয় নানুর দিবস উদযাপন কমিটির উদ্যোগে । সংবাদ মাধ্যমের  মুখোমুখি হয়ে বললেন তৃণমূল কংগ্রেস হলদিয়া টাউন সভাপতি মিলন মন্ডল এবং প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুর রহমান বলেন আগামী ২৭ শে জুলাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনার। তৃণমূল করার অপরাধে নৃশংসভাবে ১১ জনকে খুন করা হয়েছিল। তাঁদের প্রতি সম্মান জানাতে প্রত্যেক বছর ২৭ জুলাই শহিদ দিবস পালন করা হয়। এই বছরও তা মর্যাদার সঙ্গে পালন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শেখ নূর হোসেন হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল প্রমুখ।

No comments