অরণ্য সপ্তাহে শেষ দিনে গাছ লাগানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি চলছে ।
গত ১৪ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত টানা সাত দিন ধরে চলে অরণ…
অরণ্য সপ্তাহে শেষ দিনে গাছ লাগানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি চলছে ।
গত ১৪ই জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত টানা সাত দিন ধরে চলে অরণ্য সপ্তাহ।হলদিয়া পৌরসভার ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন।আজ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেড়িয়া ইউনিটের উদ্যোগে আজ অরণ্য সপ্তাহের শেষ দিন ২০ জুলাই শনিবার বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয় রামগোপাল চক ভারতী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুলে। উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত শাসমল।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পিনাকি সেনগুপ্ত ও হাতিবেড়িয়া ইউনিট সম্পাদক সন্দীপ পাত্র। আজকের গাছ লাগানোর জন্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উপস্থিত সদস্যদের। ধন্যবাদ জ্ঞাপন করলেন রাম গোপালচক ভারতী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দুর্গাপদ জানা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক সকলকে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার পরামর্শ দিলেন। তিনি জানান স্কুলে নতুন গাছ তৈরি করার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছিল তাদের বাড়িতে আম এবং কাঁঠালের বীচ স্কুলে জমা দেওয়ার জন্য প্রায় কয়েকশো বিচের গাছ তৈরি করে সেই গাছগুলি ছাত্র-ছাত্রীদের হাতে দিয়ে দেওয়া হবে সেই গাছ লাগাবে তাদের বাড়িতেই এবং স্কুলের এই এলাকার এমনই নতুন উদ্যোগ নিয়েছেন রাম গোপালচক ভারতী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুল।
No comments