সবার পরিচিত গোলরক্ষক গোপাল হালদার আজ আর আমাদের মধ্যে নেই ! গোপাল বাবু আত্মঘাতী হয়েছেন বলে হলদিয়া মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক সময় কোলকাতা ময়দানে দাপটের সাথে খেলেছেন। গোলরক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল। অমল দত্ত হলদিয়ায…
সবার পরিচিত গোলরক্ষক গোপাল হালদার আজ আর আমাদের মধ্যে নেই !
গোপাল বাবু আত্মঘাতী হয়েছেন বলে হলদিয়া মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক সময় কোলকাতা ময়দানে দাপটের সাথে খেলেছেন। গোলরক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল। অমল দত্ত হলদিয়ায় যখন এভারেডি দল নিয়ে এসেছিলেন তখন খোঁজ করেছিলেন এই গোলরক্ষকের। মাস খানেক আগে স্ত্রী হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ হলদিয়ায় মাখন বাবুরবাজার সংলগ্ন বাড়িতে গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয়।
No comments