কি কান্ড? ডিউটি রত পুলিশের ড্রেস পরে বেআইনি মদের দোকানে মদ খাচ্ছেন পুলিশ?পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কৌড়দা পেট্রোল পাম্পের কাছে পানের দোকানে চলছে মদের ব্যবসা।সূত্রে জানা যায়,শক্তিপদ জানার দেখান্তে পানের দোকান। কিন…
কি কান্ড? ডিউটি রত পুলিশের ড্রেস পরে বেআইনি মদের দোকানে মদ খাচ্ছেন পুলিশ?
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কৌড়দা পেট্রোল পাম্পের কাছে পানের দোকানে চলছে মদের ব্যবসা।
সূত্রে জানা যায়,শক্তিপদ জানার দেখান্তে পানের দোকান। কিন্তু ভিতরে চলে রমরমিয়ে মদের ব্যবসা। এলাকার মানুষ দীর্ঘদিন প্রতিবাদ করে কোন লাভ হয়নি। এই মদের দোকানে বসে মদ্যপান করছেন এগরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কৌড়দা পেট্রোল পাম্পের কাছেই শক্তিপদ জানার পানের দোকানে। ডিউটি অবস্থায় এগরা থানার পুলিশ বেআইনি মদের দোকানে বসেই মদ্যপান করছে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে শক্তিপদ জানার পানের দোকানে চলছে বেআইনি মদের ব্যবসা। বারবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি অভিযোগ এই পানের দোকানে বেআইনি মদ ব্যবসা যাতে দ্রুত বন্ধ হয় এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
No comments