Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে?

সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? সোমবার দুর্ঘটনার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালগাড়ি চালক, গার্ড সহ নিকটবর্তী স্টেশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুর…

 




সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? সোমবার দুর্ঘটনার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালগাড়ি চালক, গার্ড সহ নিকটবর্তী স্টেশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দুর্ঘটনার সময় একই লাইনে, একই অভিমুখে চলছিল মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনটি। এনএফ রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবেই রেল খতিয়ে দেখবে। কিন্তু তার আগে আমাদের প্রথম ও প্রাথমিক কাজ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করা। জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়া। অন্যদিকে  পুলিস, বিপর্যয় মোকাবিলা দপ্তর, এনডিআরএফ, রেল পুলিস, দমকল সহ স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। এমনটাই জানিয়েছে কালিম্পং জেলার পুলিস। অন্যদিকে, যাত্রীদের উদ্ধারে রেলের তরফে বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।

রেল দুর্ঘটনা মৃতদের নাম-পরিচয় প্রকাশ করল হাসপাতাল

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৯ মৃতের নাম-পরিচয় প্রকাশ করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ময়নাতদন্তের পর সেই তালিকা প্রকাশ করা হয়। মৃতেরা হলেন, সালেব সুব্বা (৩৬), বিউটি বেগম (৪১), আশিস দে (৪৭), শুভজিৎ মালি (৩৩), অনিল কুমার (৪৬), শঙ্কর মোহন দাসের নাম (৬৩)। অপরদিকে ৩ জনের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

No comments