বারে বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীটের দুর্নীতির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET -এ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স…
বারে বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীটের দুর্নীতির বিরুদ্ধে তমলুকে বিক্ষোভ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET -এ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় শতশত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করলো এস ইউ সি আই (কমিউনিস্ট) দল। দলের পক্ষ থেকে দাবি ব্যানার সহ মিছিল সংঘটিত করে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সহ এলাকা জুড়ে। পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান।
আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীলা দাস, জেলা কমিটির সদস্য অনুপ মাইতি, শম্ভু মান্না প্রমূখ।
জ্ঞানানন্দ রায় বলেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা। সাথে ট্রেন এক্সিডেন্ট এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়েছে। একদিকে বন্দে ভারতের নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ মানুষের সুরক্ষার কোন ব্যবস্থা নেই। আবার ব্যাপক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস জনসাধারণের। এর বিরুদ্ধে আজ আমরা তমলুকে বিক্ষোভ মিছিল করলাম। আগামী দিনের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments