Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৮৮ বছরের ইতিহাসে প্রথম জুনে এত বৃষ্টি রাজধানী দিল্লিতে

৮৮ বছরের ইতিহাসে প্রথম জুনে এত বৃষ্টি রাজধানী দিল্লিতে
দিনভর প্রবল বৃষ্টি রাজধানী দিল্লিতে। কয়েক মাস ধরে চলা প্রবল গরম আর তাপপ্রবাহের পর গতকাল বৃহস্পতিবার থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।  রেকর্ড ব…

 




৮৮ বছরের ইতিহাসে প্রথম জুনে এত বৃষ্টি রাজধানী দিল্লিতে


দিনভর প্রবল বৃষ্টি রাজধানী দিল্লিতে। কয়েক মাস ধরে চলা প্রবল গরম আর তাপপ্রবাহের পর গতকাল বৃহস্পতিবার থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।  রেকর্ড বলছে ৮৮ বছর পর আবার সেই একই পরিস্থিতির সাক্ষী হল রাজধানী। এর আগে রেকর্ড বৃষ্টি হয়েছিল ১৯৩৬ সালের এই জুন মাসেই। সেবার ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২৩৫.৫ মিমি।  বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। শুক্রবারেও সমানে চলছে বৃষ্টি । মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা—  এই ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২২৮ মিমি। সকাল থেকে শুরু হলেও মূলতঃ বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী।  বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত এই তিন ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫০ মিমি। আর তার জেরেই রাজধানীর বহু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও ৫ ফুট, কোথাও আবার ৬ ফুট জলের নীচে চলে গিয়েছে রাস্তা। প্রভাব পড়েছে যান চলাচলে। অন্যদিকে টানা বৃষ্টিতে মেট্রো ও বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে। এরই মধ্যে আজ শুক্রবার সকালেই ভারী বৃষ্টির জেরে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত আরও বেশ কয়েকজন।

No comments