হলদিয়া ল কলেজে দুদিনের ফেস্ট অনুষ্ঠান ইমপালস ২৮- জুন শুরু হলো হলদিয়া ল কলেজের দুদিনের ফেস্ট অনুষ্ঠান ইমপালস। হলদিয়া টাউন শিপ বন্দর বিবি ঘোষ অডিটোরিয়ামে এদিন সন্ধ্যে পাঁচটা নাগাদ অনুষ্ঠানের সূচনা করেন কলেজের চেয়ারম্যান প্রাক…
হলদিয়া ল কলেজে দুদিনের ফেস্ট অনুষ্ঠান ইমপালস
২৮- জুন শুরু হলো হলদিয়া ল কলেজের দুদিনের ফেস্ট অনুষ্ঠান ইমপালস। হলদিয়া টাউন শিপ বন্দর বিবি ঘোষ অডিটোরিয়ামে এদিন সন্ধ্যে পাঁচটা নাগাদ অনুষ্ঠানের সূচনা করেন কলেজের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডঃ লক্ষণ শেঠ এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান সুদীপ্ত শেঠ, আইনজীবী বিমল মাঝি কলেজ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সমিত মাইতি দত্ত আই কেয়ার সংস্থার বোর্ড সদস্য স্পর্শিতা পন্ডাশেঠ।
উদ্বোধনের পরেই এ দিন সন্ধ্যায় গানে মাতিয়ে দিল অনন্যা চক্রবর্তী। শনিবার ২৯ শে জুন আসবে মুম্বাইয়ের শিল্পী নিখিল ডি সুজা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সমিত মাইতি দত্ত ও নিরুপম ভট্টাচার্য প্রোফেশার হলদিয়া ল কলেজ এবং কালচারাল ইনচার্জ।
No comments