জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী উধাও প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে
বৃহস্পতিবার রাতে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক রোগিণী উধাও হয়ে গেলেন। নন্দকুমার থানার বড়গোদা গ্রামের বাসন্তী রায়কে গত ২৬জুন হাসপাতালে ভর্তি করা হয়।…
জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী উধাও প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে
বৃহস্পতিবার রাতে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক রোগিণী উধাও হয়ে গেলেন। নন্দকুমার থানার বড়গোদা গ্রামের বাসন্তী রায়কে গত ২৬জুন হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর পুত্রবধূ কল্যাণী রায় কাছে ছিলেন। ভোররাত ৩টে নাগাদ কল্যাণীদেবীর তন্দ্রাচ্ছন্ন ভাব কাটতেই দেখেন, বেডে শাশুড়ি নেই। এরপর তিনি কর্তব্যরত নার্সদের বিষয়টি জানান। হাসপাতালের অন্য ওয়ার্ডে ৫৯বছর বয়সি ওই রোগিণীর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু, কোথাও তাঁকে পাওয়া যায়নি। তারপর বাড়ির লোকজন হাসপাতাল চত্বর এবং লাগোয়া এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর নাগাদ তমলুক থানার নিমতৌড়ি এলাকায় তাঁর খোঁজ মেলে। গোটা ঘটনায় হাসপাতালের ভিতর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
No comments