Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্ডিয়ান ব্যাঙ্কের মহিষাদল শাখার ব্যাংক কর্মীর ১৪ দিনের জেলহাজত

ইন্ডিয়ান ব্যাঙ্কের মহিষাদল শাখার ব্যাংক কর্মীর ১৪ দিনের জেলহাজত
আমানতকারীদের টাকা হাতিয়ে ফাঁপরে পড়লেন ব্যাংক কর্মী । দ্রুত বড় লোক হওয়ার সেই স্বপ্নে জল ঢাললেন আমানতকারীরাও ।  গত ১১ ই জুন মঙ্গলবার রাতে আমানতকারীদের কাছ থেকে অভি…

 




ইন্ডিয়ান ব্যাঙ্কের মহিষাদল শাখার ব্যাংক কর্মীর ১৪ দিনের জেলহাজত


আমানতকারীদের টাকা হাতিয়ে ফাঁপরে পড়লেন ব্যাংক কর্মী । দ্রুত বড় লোক হওয়ার সেই স্বপ্নে জল ঢাললেন আমানতকারীরাও ।  গত ১১ ই জুন মঙ্গলবার রাতে আমানতকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যাংক কর্মী দিলীপ হাজরাকে গ্রেপ্তার করেছে । ইন্ডিয়ান ব্যাঙ্কের মহিষাদল শাখার এই জালিয়াতির ঘটনা রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে । প্রশ্ন উঠেছিল ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে ।

          দিলীপ হাজরা , মহিষাদলের ঘাগরা গ্রামের যুবক  । ব্যাংকের কর্মী হিসেবে ক্যাশ কাউন্টারে বসেন । ব্যাংকে আসা আমানতকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের অ্যাকাউন্টে তিনি জমা করার দায়িত্বে রয়েছেন । কিন্তু জমা করতে গিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আমানতকারীরা । সম্প্রতি মহিষাদলের মধ্যহিংলি গ্রামের বাসিন্দা আলপনা মাইতি টাকা তুলতে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে । তিনি বলেন,"আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল, তার থেকে দশ হাজার টাকা কে তুলে নিয়েছে । ব্যাংকের ক্যাশ কাউন্টার যিনি বসে ছিলেন তাকে জিজ্ঞাসা করতে তিনি কিছুই বলতে পারছেন না ।" এরকম ৮ জন আমানতকারী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন । তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে দশ হাজার করে টাকা উধাও হয়েছে । ঐ সমস্ত আমানতকারী এবং তাদের পরিবারের লোকজন ব্যাংকে গিয়ে বিক্ষোভ দেখান । ঘিরে ধরেন ওই ব্যাংক কর্মী দিলীপ হাজরাকে । খবর পেয়ে পুলিশ জনতার রোষ থেকে উদ্ধার করে মহিষাদল থানায় বসিয়ে রাখেন । দিলীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে থানায় । তারপর পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যাংক কর্মীকে । জানা গিয়েছে,"ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ করে এমন হাত সাফাইয়ের কাজ করতেন  যুবকটি । গত এক মাসে ৮০ হাজার টাকা তিনি গায়েব করেছেন বলে জানা গিয়েছিল । 

 বুধবার ১২ ই জুন ধৃত ব্যক্তিকে তিন দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন হলদিয়া মহকুমা আদালত ।" আজ হলদিয়া মহকুমার আদালতে তাকে তোলা হলে ২৮ শে জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

No comments