ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/tAm7kx8Gxg8বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, চারা গাছ বিতরণ কৃতি ছাত্র সংবর্ধনা
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হলদিয়া বিজ্ঞান পরিষদ ও বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে হলদিয়া মাখন বাবুর বাজারে মোহনা মিনি…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tAm7kx8Gxg8
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, চারা গাছ বিতরণ কৃতি ছাত্র সংবর্ধনা
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হলদিয়া বিজ্ঞান পরিষদ ও বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে হলদিয়া মাখন বাবুর বাজারে মোহনা মিনি মার্কেট সামনে পরিবেশ দিবস বিষয় নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চে হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সকল সদস্য জেলা ও রাজ্য সদস্যদের উপস্থিতিতে বিশাল পদযাত্রা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান পরিষদের সভাপতি আসিস লাহিড়ী এছাড়া উপস্থিত ছিলেন সুচিস্মিতা মিশ্র, দূর্গা পদ দাস, নকুল চন্দ্র ঘাঁটি, রায় পদ কর অঞ্জন কুন্ডু, বিএন ঘোষ প্রমূখ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন রাজ্য নেতৃত্ব সুচিস্মিতা মিশ্র তিনি বলেন
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,হলদিয়া শহর আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র ও হলদিয়া বিজ্ঞান পরিষদের যৌথ উদ্যোগে ১৫ জুন মোহনা সুপার মার্কেট প্রাঙ্গণে দ্বিতীয়বার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ ক্যুইজ বিকেল পাঁচটা- পরিবেশ পদযাত্রা- এবং আলোচনা সভা এ বৎসর- উচ্চমাধ্যমিকে দশম স্থানাধিকারী অনীশ ঘোড়াই কে শুভেচ্ছা জ্ঞাপন ও স্মারক প্রদান করা হয়।- এছাড়াও পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।- চারা গাছ বিতরণ কর্মসূচি পালিত হয়।
No comments