Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরের দু'নম্বর বার্থে আগুন, অল্পের জন্য বেঁচে গেল ক্রেন অপারেটর

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/uiJSVqgyIS0
বন্দরের  দু'নম্বর বার্থে আগুন, অল্পের জন্য বেঁচে গেল ক্রেন অপারেটর
১৪৩১ বৎসরের শুরু থেকেই শিল্প শহরের বিভিন্ন কারখানার গেটে বাজারে আগুন লেগেই রয়েছে। এবার হলদিয়া বন্দরে জাহাজ…

 


ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/uiJSVqgyIS0


বন্দরের  দু'নম্বর বার্থে আগুন, অল্পের জন্য বেঁচে গেল ক্রেন অপারেটর


১৪৩১ বৎসরের শুরু থেকেই শিল্প শহরের বিভিন্ন কারখানার গেটে বাজারে আগুন লেগেই রয়েছে। এবার হলদিয়া বন্দরে জাহাজের কয়লা খালাস করার সময় বার্থে স্বয়ংক্রিয় ক্রেনে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প তালুক হলদিয়া বন্দরের দুই নম্বর বার্থে।বন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ বন্দরের ডক এরিয়াতে ২ নম্বর বার্থে একটি স্বয়ংক্রিয় মোবাইল হারবার ক্রেনে আগুন লাগে। ওই বার্থে জাহাজ পণ্য ওঠানামার দায়িত্বে রয়েছে বোথরা শিপিং এজেন্সি। এদিন সন্ধে ৬টা নাগাদ ইন্দোনেশিয়া থেকে কোকিং কোল নিয়ে আসে একটি বিদেশি জাহাজ। পারাদীপে কিছুটা কয়লা নামিয়ে হলদিয়া এসেছিল জাহাজটি। 

জাহাজে প্রায় ৩৭ হাজার টম কয়লা ছিল। জাহাজে সার্ভের পর রাত ৮:১০ মিনিট নাগাদ কয়লা নামানোর কাজ শুরু করে। হঠাৎই ক্রেনের অপারেটর সেন্সর দেখে বুঝতে পারেন ক্রেনে আগুন লেগে গিয়েছে। দ্রুত চার তলা সমান উঁচু জায়গা থেকে নেমে আসার কয়েক মুহূর্ত পরই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ক্রেন।  বন্দরের হ্যান্ডেলিং এজেন্সি রিপ্লের কর্মী কার্তিক অধিকারী বলেন, চোখের সামনেই দাউ দাউ করে জ্বলে গিয়েছে ক্রেন। বন্দর ও দমকল বিভাগের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েক পর আগুন আয়ত্বে আসে। তবে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের প্রাণ বাঁচিয়েছেন ক্রেন অপারেটর। সেন্সর ঠিকমতো বুঝতে না পারলে ভয়াবহ কাণ্ড ঘটত। কয়েক বছর আগে ১৩ নম্বর বার্থে আগুনে ঝলসে গিয়ে এক ক্রেন অপারেটরের মৃত্যু হয়েছিল।

No comments