Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া বনমালী কলেজের চিত্র প্রদর্শনী কর্মশালা

পাঁশকুড়া বনমালী কলেজের চিত্র প্রদর্শনী কর্মশালা আয়োজন
 পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনমাস)-এর উদ্যোগে কলেজের সি ভি রমন অডিটোরিয়ামে চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এই ঐতিহ্যমন্ডিত কলেজের চারটি ভবন ঈ…

 


পাঁশকুড়া বনমালী কলেজের চিত্র প্রদর্শনী কর্মশালা আয়োজন


 পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনমাস)-এর উদ্যোগে কলেজের সি ভি রমন অডিটোরিয়ামে চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এই ঐতিহ্যমন্ডিত কলেজের চারটি ভবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে নামাঙ্কিত।  ছাত্রছাত্রীদের মধ্যে তাঁদের জীবনচর্চায় উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষ মনীষীদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা চর্চায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করে চলেছে। একটি প্রজেক্ট নেওয়া হয়েছে-- "এসো, আমরা দেওয়ালে মনীষীদের জীবন আঁকি।" কলেজের ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে মনীষীদের নিয়ে কাজ করে চলেছে। আজ তাদের আঁকা ছবিগুলো নিয়ে ছিল-প্রদর্শনী এবং কর্মশালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী অসিত সাঁই,শুভেন্দু মন্ডল এবং শ্রীমতি পিয়াসী(মাইতি)সাঁই। কলেজের অধ্যক্ষ ড: নন্দন ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের এই প্রয়াসে সমস্তরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের গুণগত মানের বিকাশে ধারাবাহিকভাবে আর্টের চর্চার পরিকল্পনা ঘোষণা করেছেন।

No comments