ভোটের একদিন আগেই নন্দীগ্রামে তফসিলি সম্প্রদায়ের বিজেপি সমর্থক রথীবালা আড়ি খুন হয়েছিল তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন বিরোধী দলনেতা- শুভেন্দু
নন্দীগ্রামে গত ২৩ শে মে সোনাচূড়ার সাউদখালিতে গুন্ডাবাহিনীর আক্রমণে তফসিলি সম্প্রদা…
ভোটের একদিন আগেই নন্দীগ্রামে তফসিলি সম্প্রদায়ের বিজেপি সমর্থক রথীবালা আড়ি খুন হয়েছিল তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন বিরোধী দলনেতা- শুভেন্দু
নন্দীগ্রামে গত ২৩ শে মে সোনাচূড়ার সাউদখালিতে গুন্ডাবাহিনীর আক্রমণে তফসিলি সম্প্রদায়ের বিজেপির সমর্থক ৫৬ বছর বয়সী শ্রীমতি রথীবালা আড়ি খুন হন। মৃত রথীবালা আড়ির ছেলে সক্রিয় বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি এখনো কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শহিদ রথীবালা আড়ি'র পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ শহিদ রথীবালা আড়ি'র বাড়িতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে, ওনার পরিবারের সদস্যদের হাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দিয়ে, ২০২১ এর ভোট পরবর্তী হিংসায় নিহত চিল্লগ্রামের দেবব্রত মাইতির পরিবারের দায়িত্ব যেমন পালন করেছিলেন, তেমনই শ্রীমতি রথীবালা আড়ি মহোদয়ার পরিবারের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন এলাকার প্রাণপ্রিয় বিধায়ক, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী ।
No comments