পথ চলতি মানুষদের হাতে চারা গাছ বিতরণ
৮ই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়সুন্দরা স্কুল মাঠে। গণপতি সংঘের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগ এ…
পথ চলতি মানুষদের হাতে চারা গাছ বিতরণ
৮ই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়সুন্দরা স্কুল মাঠে। গণপতি সংঘের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগ এবং ইন্দোরামা ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড ,আশা কিরণ ওয়ার্ল্ড এর সহযোগিতায় প্রায় ৪০০ গাছ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত সদস্য সংগীত মেহতা কার্তিক বেরাদাস আশা কিরণের কর্ণধার এবং ইন্দো রামা প্রাইভেট লিমিটেড কর্ণধার এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চ সঙ্গীত পরিবেশন করেন গণপতি সংঘের সদস্য এবং সদস্যবৃন্দ।
No comments