Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পুরসভায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ডেই শোচনীয় ফলাফল তৃণমূলের

হলদিয়া পুরসভায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ডেই শোচনীয় ফলাফল তৃণমূলের 
হলদিয়া পুরসভায় ভোট বৈতরণী পার করার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ডে শোচনীয় ফল করল তৃণমূল। দল ওই নেতাদের উপর ভরসা করেছিল। কিন্তু, তাঁরা সেই আস্থা রাখতে পারেননি। বো…

 



হলদিয়া পুরসভায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ডেই শোচনীয় ফলাফল তৃণমূলের 


হলদিয়া পুরসভায় ভোট বৈতরণী পার করার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ডে শোচনীয় ফল করল তৃণমূল। দল ওই নেতাদের উপর ভরসা করেছিল। কিন্তু, তাঁরা সেই আস্থা রাখতে পারেননি। বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়া এই পুরসভায় ফল ভালো করার জন্য শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছিল। ১০জন নেতানেত্রীকে ২৯টি ওয়ার্ডের দায়িত্ব বুঝিয়ে লিড এনে দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছিল। ‘জিতলে পুরস্কার, হারলে ব্যবস্থা’-এই হুঁশিয়ারিও ছিল। তারপরও বিপর্যয় এড়ানো গেল না। দলের হলদিয়া শহর সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি সহ শহরে তৃণমূল কংগ্রেসের রথী মহারথীদের ওয়ার্ডে মুখ থুবড়ে পড়ল দল। ২০২১-এর বিধানসভার চেয়েও লোকসভা নির্বাচনে হলদিয়ায় ভালো ফল করেছে বিজেপি। 

হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডলের নিজের ৬নম্বর ওয়ার্ডে ১২৪৫ভোটে পিছিয়ে দল। পুরসভার ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০নম্বর ওয়ার্ডে ভোট বৈতরণী পেরনোর দায়িত্ব শহর সভাপতিকে দেওয়া হয়েছিল। একমাত্র ৭নম্বর ওয়ার্ড ছাড়া সবক’টিতে পিছিয়ে পড়েছে তৃণমূল। প্রাক্তন বিধায়ক তুষারকান্তি মণ্ডলকে ১নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই ওয়ার্ডে তৃণমূল হেরেছে ৯৫১ভোটে। শহরের ২২নম্বর ওয়ার্ডে থাকেন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি দেবপ্রসাদ মণ্ডল। গোটা হলদিয়া শহরের মধ্যে ওই ওয়ার্ড থেকে বিজেপি সর্বাধিক ১৭৩৫ভোটে লিড নিয়েছে। এছাড়াও দেবপ্রসাদকে ২২, ২৭, ২৮ ও ২৯নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২৭নম্বর ওয়ার্ড ছাড়া সর্বত্র ভরাডুবি হয়েছে। তাও ২৭নম্বরে লিড মাত্র ১১৯। বাকি তিনটি ওয়ার্ডে ঘাটতি ৩০০০। 

জেলা যুব তৃণমূল সভাপতি আসগর আলিকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৩ ও ২৪নম্বর ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিল দল। একমাত্র নিজের ১৭নম্বর ওয়ার্ড ছাড়া কোনও ওয়ার্ড থেকে লিড এনে দিতে পারেননি হলদিয়া শিল্পাঞ্চলের ওই দাপুটে নেতা। ১৯নম্বর ওয়ার্ডে ১৪৮৯ভোট, ২১নম্বর ওয়ার্ডে ১২২৩ভোট এবং ২৩নম্বর ওয়ার্ডে ১৫১৩ভোটে হেরেছে তৃণমূল। আরএক জেলা তৃণমূল নেতা আজিজুর রহমানকে ১৫ ও ২৬নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। দু’টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। 

হলদিয়া শহরে তৃণমূল নেতারা একচেটিয়া শ্রমিক ইউনিয়নেরও নেতা। যেমন, শহর সভাপতি মিলন মণ্ডল এক্সাইড কারখানার শ্রমিক সংগঠনের সভাপতি। আরও একগুচ্ছ কারখানার শ্রমিক সংগঠনের সহ সভাপতি। এরকম দলের নেতারা শ্রমিক ইউনিয়নেরও নেতা হওয়ায় তাঁদের গ্রহণযোগ্যতা কমেছে। তাঁদের বৈভব, বিলাসবহুল জীবন দেখে শহরবাসী মুখ ঘুরিয়ে নিচ্ছেন। হলদিয়া শহরে তৃণমূলের ভালো ফলাফলের জন্য সবার আগে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু দরকার বলে দলেরই একাংশ জানিয়েছে। পার্টির নেতাদের ইউনিয়ন থেকে দূরে রাখতে না পারলে আগামীতেও বিপর্যয় এড়ানো মুশকিল বলে তারা মনে করছে।

হলদিয়া শহরে মোট ২৯টি ওয়ার্ড। বিজেপি ২৩টি থেকে লিড নিয়েছে। তৃণমূল কংগ্রেস মাত্র ছ’টিতে এগিয়ে। পুরসভা এলাকায় বিজেপির প্রাপ্ত ভোট ৬৭হাজার ৪০৯। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৩হাজার ৩২৭ভোট। বিজেপির লিড ১৪হাজার ৮২ভোটের। একুশের বিধানসভা থেকে তিন হাজার বেশি লিড নিতে পেরেছে বিজেপি। সুতাহাটা ব্লকের ছ’টি পঞ্চায়েত হলদিয়া বিধানসভার মধ্যে পড়ে। একমাত্র গুয়াবেড়িয়া ছাড়া পাঁচটিতে পিছিয়ে তৃণমূল। হলদিয়া বিধানসভা থেকে বিজেপির লিড ১৮হাজার ৫০১ভোট।

শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল বলেন, ভোটে ভালো ফলের জন্য সবাই খেটেছেন। নানা কারণে ফল খারাপ হয়েছে। সংবাদ মাধ্যমে সব বলা যাবে না। নেতৃত্বকে সবটাই জানানো হবে।

No comments