প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি বর্ষে স্কুলের কমার্স বিভাগ বন্ধ?প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি বর্ষে প্রাচীন চকদ্বীপা হাই স্কুলের কমার্স বিভাগে ছাত্র ভর্তি বন্ধ । রাজ্য সরকারের উষশ্রী প্রকল্পে বিভিন্ন স্কুলের শিক্ষক তাদের স…
প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি বর্ষে স্কুলের কমার্স বিভাগ বন্ধ?
প্লাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি বর্ষে প্রাচীন চকদ্বীপা হাই স্কুলের কমার্স বিভাগে ছাত্র ভর্তি বন্ধ । রাজ্য সরকারের উষশ্রী প্রকল্পে বিভিন্ন স্কুলের শিক্ষক তাদের সুবিধামতো বিভিন্ন স্কুলে চলে গেছেন উষশ্রী প্রকল্পে রাজ্য সরকারের সুখ্যাতি বেড়েছে ঠিক। কিন্তু বিভিন্ন স্কুলের পঠন পাঠন শিক্ষার অবস্থা খুবই অবনতি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্গত চকদ্বীপা হাই স্কুল একসময় মাধ্যমিকে রাজ্যের প্রথম হয়েছিলেন রাজিবুল ইসলাম সেই স্কুলের শিক্ষক অভাবে পঠন পাঠন বন্ধের পথে? বন্ধ হয়ে যাচ্ছে কমার্স বিভাগের ভর্তি। স্থানীয় শুভানুধ্যায়ী এবং চকদ্বীপা সংস্কৃত চক্র ক্লাবের সদস্যবৃন্দ আজ স্কুলের প্রধান শিক্ষক মনি শংকর গিরি মহোদয়ের সঙ্গে দেখা করেন। পঠন পাঠন বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন শিক্ষক স্কুলের শুভানুধ্যায়ী সংস্কৃত চক্র অন্যতম কর্ণধার পৃষ্ঠপোষক আলোক রঞ্জন দাস তিনি বলেন বর্তমান রাজ্য সরকার উষশ্রী প্রকল্পের জন্য বহু শিক্ষক এখান থেকে চলে গেছেন । আগামী দিনে কয়েকজন শিক্ষক অবসর গ্রহণ করবেন বর্তমান রাজ্য সরকার যদি না দেখেন খুবই সমস্যায় পড়বে এই প্লাটিনাম জুবলি বর্ষে প্রাচীন চকদ্বীপা স্কুল। তিনি বলেন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষনে আবার আমরা পুনরায় রাজিবুল এর মত একজন গুণী এবং কৃতি ছাত্রকেও আমরা উপহার দিতে পারব।
No comments