ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/bNyG4NhioyY
মাদার টেরিজা হেলথ এন্ড এডুকেশন চারিটিবল ট্রাস্ট উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালনআজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪। বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার লক্ষ্য আমাদের পরিবেশ …
মাদার টেরিজা হেলথ এন্ড এডুকেশন চারিটিবল ট্রাস্ট উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন
আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪। বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার লক্ষ্য আমাদের পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপকে উৎসাহিত করা। প্রতিবছর ৫ জুন পালিত হয় । এই কর্মসূচির উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন , দূষণ, বন উজাড় এবং জীববৈচিত্রের ক্ষতির মতো পরিবেশগত সমস্যার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তাই আমরা যতই এগিয়ে যাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ততই গভীর হচ্ছে। গত আমফান ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর পরিমাণে বড় ও ছোট গাছ ভেঙ্গে পড়ে যায়।তার পরে সরকারি এবং বেসরকারিভাবে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। গাছ লাগালেও গাছের পরিচর্যার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। গাছ লাগানো হয় দায় সারা গাছের যত্ন নেওয়া হয় না। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। আজ হলদিয়া সানসেট ভিউ বালুঘাটা বনদপ্তরে সহযোগিতায় বালুঘাটা প্রায় ১০০ গাছ রোপন করেন এবং সেই গাছগুলির যত্ন নেওয়ার দায়িত্ব নিলেন মাদারটেরেজা হেলথ এন্ড এডুকেশন চারিটিবল ট্রাস্ট তাদের সদস্যরা। আজ সকাল থেকে গাছ লাগানো এবং গাছের উপরে বিভিন্ন শ্লোগান, ব্যানার লাগিয়ে প্রচার করলেন। আজকের উপস্থিত ছিলেন মাদার টেরিজা হেলথ এন্ড এডুকেশন চারিটিবল ট্রাস্ট সকল সদস্যবৃন্দ। আজকের যে সকল সদস্যরা উপস্থিত ছিলেন গীতারাম দাস, প্রণব কুমার বেরা, সঞ্জীব সিনহা, জিয়াদুল হক, অমিতাব সামন্ত, সন্দীপ কুইল্যা, সঞ্জয় জানা, অভিজিৎ ধাড়া, শুভেন্দু জানা, সদানন্দ জানা, রমেশ দাস, অংশুমান বেতাল, তরুণ পাত্র, সৌমিত্র ভূঁইয়া প্রমূখ।
No comments