হলদিয়া বাড়ঘাসীপুর স্টেডিয়ামে চলছে ইউহান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
শিল্প তালুক হলদিয়া বাড় ঘাসীপুর সৃষ্টির স্টেডিয়ামে গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ইউহান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ । ফাইনাল খেলা শুরু হয়েছে সকাল থেকে। টানটান উত…
হলদিয়া বাড়ঘাসীপুর স্টেডিয়ামে চলছে ইউহান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
শিল্প তালুক হলদিয়া বাড় ঘাসীপুর সৃষ্টির স্টেডিয়ামে গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ইউহান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ । ফাইনাল খেলা শুরু হয়েছে সকাল থেকে। টানটান উত্তেজনা দর্শক উপস্থিতিতে খেলা উপভোগ করছে দর্শকবৃন্দ। প্রচন্ড তাপপ্রবাহ কে উপেক্ষা করে গ্যালারি পরি পরিপূর্ণ দর্শক। ব্লু স্টার ক্রিকেট কোচিং সেন্টারের উদ্যোগে জেলার ক্রীড়া জগতে নতুন প্রজন্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে হলদিয়া বাড়ঘাসীপুর সৃষ্টির স্টেডিয়ামে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লুস্টার কোচিং সেন্টার তারা সেই প্রয়াস চালিয়ে আসছে। ব্লুস্টার ক্রিকেট কোচিং সেন্টারের উদ্যোগে জেলার বাছাই করা কোচিং সেন্টারে খেলোয়াড়দের নিয়ে এই প্রিমিয়াম লিগ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। মাঝে অন্যান্য খেলা এবং সাধারণ লোকসভা নির্বাচন থাকার জন্য অনেকটাই বিলম্বিত হয়েছে। আজ প্রচন্ড তাপপ্রবাহ চলছে তা সত্ত্বেও ফাইনাল খেলা শুরু হয়েছে। কোচিং সেন্টারের অ্যাসিস্ট্যান্ট কোচ রাজু দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বললেন জেলার প্রায় আটটি কোচিং সেন্টার হলদিয়া ব্লু স্টার ,অমিত একাডেমী, মহিষাদল ইয়ুথ ক্রিকেট একাডেমি, ,কাঁথি এ বি সি ডি , কন্টাই ক্রিকেট একাডেমি ,ভিএসপি মেদিনীপুর, মিতালী সংঘ মেচাদা কোচিং সেন্টারের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে তারা প্রতি বছর এই ইউহান ক্রিকেট চ্যাম্পিয়ন শিপ করে থাকেন। সূত্রে জানা যায় হলদিয়া বাড়ঘাসীপুর স্টেডিয়াম অদ্ধনির্বিত অবস্থায় পড়ে রয়েছে তৎকালীন রাজ্য সরকার প্রায় ৭০ একর জায়গার উপর এই স্টেডিয়াম করার লক্ষ্য নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কাজও শুরু হয়েছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারনে কাজ বন্ধ হয়ে গেছে। তারপরেও প্রায় ২২ টা বছর অতিক্রান্ত হতে চলল। রাজ্য সরকার পৌর প্রশাসন বহু রদবদল হয়েছে অনেকেই এসে কথা দিয়েছেন কিন্তু কেউ কথা দিয়ে কথা রাখেনি। হলদিয়ার খেলোয়াড় স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। হলদিয়ার বহু খেলোয়াড় ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বহু বিভাগে তারা চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজেদের হলদিয়ার মাঠ ছেড়ে তারা অনুশীলন করতে যেতে হয়েছে কলিকাতা, মেদিনীপুরে। সেই অদ্ধনির্মিত স্টেডিয়াম কে খেলার উপযুক্ত করে বুস্টার তারা ক্রিকেট কোচিং সেন্টার দেখতে দেখতে প্রায় 25 বৎসর হতে চলল তাদের এই কার্যকলাপ প্রতিবছর নতুন নতুন প্রতিভা অন্বেষণের জন্য তারা এই ধরনের প্রতিযোগিতা করে থাকেন। বাড়ঘাসীপুর স্টেডিয়ামে দূর-দূরান্ত থেকে যে সকল কোচিং সেন্টারের কর্তৃপক্ষ খেলোয়াড়রা এসেছেন তাদের সকলের দাবি । অদ্ধনির্মিত স্টেডিয়াম কে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরিত করুক সরকার বাহাদুর। নিজেকে এলাকায় যখন অনুশীলনের জায়গা পাবে আরো নতুন খেলোয়াড় উঠে আসবে এই দাবি করলেন বুস্টার ক্রিকেট কোচিং এবং অমিত কোচিং ক্রিকেট সেন্টারের বিভিন্ন কোচ তাদের মন্তব্য করলেন।
No comments