পশ্চিমবঙ্গ থেকে দুই সাংসদ হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী
২০১৯-এর নিরিখে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারেনি বিজেপি। তবে জল্পনা ছিল এবারে মোদির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে দু’জন সাংসদ জায়গা পেতে পারেন। আজ, রবিবার সেই…
পশ্চিমবঙ্গ থেকে দুই সাংসদ হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী
২০১৯-এর নিরিখে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারেনি বিজেপি। তবে জল্পনা ছিল এবারে মোদির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে দু’জন সাংসদ জায়গা পেতে পারেন। আজ, রবিবার সেই জল্পনার অবসান ঘটল। এনডিএ সরকারের মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একই সঙ্গে ফের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্রে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন শান্তনু ও সুকান্তবাবু। তারপরেই সংবাদমাধ্যমের কাছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘বালুরঘাট থেকে আমিই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছি। গোটা রাজ্য সহ বালুরঘাটের উন্নয়নই আমার প্রাথমিক লক্ষ্য। বালুরঘাটে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির দাবি জানাব আমি। তবে রাজ্য সহযোগিতা না করলে উন্নয়ন সম্ভব নয়।’ তবে পশ্চিমবঙ্গের এই দুই সাংসদ কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
No comments