নিঃসঙ্গতার অধিকার দুর্গাপদ মিশ্র
অধিকার অধিকার মানে সবকিছু দাবী করা নয়, বরং এমন এক নিশ্চয়তা, যেখানে নিজের জায়গা প্রমাণ করতে হয় বারবার।যার কাছে তোমার উপর অধিকার আছে, সে তোমাকে হারানোর ভয় পায়।-তাই যত্ন নেয়, খোঁজ নেয় ,অযথা দূ…
নিঃসঙ্গতার অধিকার
দুর্গাপদ মিশ্র
অধিকার অধিকার মানে সবকিছু দাবী করা নয়,
বরং এমন এক নিশ্চয়তা,
যেখানে নিজের জায়গা
প্রমাণ করতে হয় বারবার।
যার কাছে তোমার উপর অধিকার আছে, সে তোমাকে হারানোর ভয় পায়।-
তাই যত্ন নেয়, খোঁজ নেয় ,
অযথা দূরে ঠেলে দেয় না।
অধিকার ভালোবাসার মতোই,
কিন্তু এতে দায়িত্বে হার বেশি,
কারণ শুধু পাওয়া নয়,
ধরে রাখাটাই আসল কাজ।
যেখানে অধিকার নেই ,
সেখানে থাকা মানে
নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা।।
No comments