Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ব্রজলাল চক ইউনিটির বাৎসরিক সভা

হলদিয়া ব্রজলাল চক ইউনিটির বাৎসরিক সভাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/9qBwXVL2reg
হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক প্রাথমিক বিদ্যালয় বিকেল সাড়ে চারটায়  মেদিনীপুর সমন্বয় সংস্থার হলদিয়া ইউনিটের বার্ষিক সাধারণ সভা পতাকা উত…

 


হলদিয়া ব্রজলাল চক ইউনিটির বাৎসরিক সভা

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/9qBwXVL2reg


হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক প্রাথমিক বিদ্যালয় বিকেল সাড়ে চারটায়  মেদিনীপুর সমন্বয় সংস্থার হলদিয়া ইউনিটের বার্ষিক সাধারণ সভা পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পতাকা উত্তোলন করেন  ইউনিটের সভাপতি অলোক রঞ্জন দাস। তিনি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে স্বাগত বক্তব্য রাখেন। প্রায় কুড়ি জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূতাহাটা ইউনিটের বরিষঠ সদস্য প্রাক্তন দেউলপোতা হাই স্কুলের প্রধান শিক্ষক অমিয় কুমার মাইতি। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন পঞ্চানন আদক।  ইউনিটের সদস্য প্রয়াত বীরেন্দ্র নাথ মাইতি ও পশুপতি দেবনাথের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়।সম্পাদক ড.সুজন কুমার বালা সম্পাদকীয় প্রতিবেদনে বিগত বছরের হলদিয়া ইউনিটের কার্যাবলী তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ইউনিটের সদস্য বৃন্দ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সফল হয়েছেন।সহ সম্পাদক সংলাপ মাইতি বুলেটিন প্রকাশ, বাৎসরিক অনুষ্ঠানের তালিকা এবং সংস্থার নানা পরিষেবা বিষয়ে আলোকপাত করেন।সভা চলাকালীন সময়ে দুই জন বরিষঠ ব্যক্তি সদস্য পদ গ্রহণের জন্য উপস্থিত হন। ইতিবাচক পরামর্শ দেন অমিয় মাইতি, অসীম কুমার মাইতি,মদন মোহন সেন,সমর সিনহা, নির্মল ত্রিপাঠী, অমূল্য পাল,রবীন মাইতি প্রমুখ ব্যক্তি বর্গ। সদস্য বৃন্দ বুলেটিন সংগ্রহ করেন। আগামী ৩০ শে জুন কলকাতায় অনুষ্টত  হবে সাধারণ সম্মেলন। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। পরিবেশ দিবসে ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে এবং আগামী অরন্য সপ্তাহে চারাগাছ বিতরন করা হবে বলে সিদ্ধান্ত হয়। বার্ষিক অনুদান গ্রহণ, বিভিন্ন বিদ্যালয়ে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা, বার্ষিক মিলন্যোৎসবের বিষয়ে যেমন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তেমনি যুবা সদস্য সংগ্রহের উপর গুরুত্বারোপ করা হয়। সমাপ্তি সঙ্গীত ও সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।

No comments