একই দিনে পৃথক জায়গায় পথদুর্ঘটনায় মৃত্যু ২সেফ ড্রাইভ সেভ লাইফ সরকারের পক্ষ থেকে চলছে প্রচার অভিযান । তারই মধ্যেও শিল্পতালক হলদিয়া বিভিন্ন সময় দুর্ঘটনা লেগেই রয়েছে। গত ১৮ই জুন রাত্রি 11:30 থেকে 12 টার মধ্যেই পৃথক দুটি জায়গা…
একই দিনে পৃথক জায়গায় পথদুর্ঘটনায় মৃত্যু ২
সেফ ড্রাইভ সেভ লাইফ সরকারের পক্ষ থেকে চলছে প্রচার অভিযান । তারই মধ্যেও শিল্পতালক হলদিয়া বিভিন্ন সময় দুর্ঘটনা লেগেই রয়েছে। গত ১৮ই জুন রাত্রি 11:30 থেকে 12 টার মধ্যেই পৃথক দুটি জায়গায় মৃত্যু হয়েছে দুজনে সূত্রে জানা যায় দুর্গাচক থানার অন্তর্গত বালার মোড়ে এক মোটরসাইকেল আরোহীকে লরি ধাক্কা দিয়ে পালিয়ে যায় এলাকার মানুষ হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নাম সৌরভ নস্কর বয়স ২৬। হলদিয়া সিটি সেন্টার রাস্তার ধারে প্রায় দুর্ঘটনা লেগেই থাকে। রাত্রি বারোটা নাগাদ ভবানীপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায় নাম হরিপদ পান্ডা বয়স ৭৫, এলাকার মানুষ দেখতে পেয়ে ছুটে আসে স্পটেই মারা গেছে বলে সূত্রে জানা যায় ।এই দুটি ঘটনা এলাকার শোকের ছায়া নেমে এসেছে সরকারের এত প্রচার থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা সত্যিই ভাবা যায় না। দুজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাচক মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
No comments