নন্দীগ্রামের আইএসএফ নেতা গ্রেফতার
নন্দীগ্রাম-১ ব্লকের গড়চক্রবেড়িয়ার সংঘর্ষের ঘটনায় আইএসএফের স্থানীয় ব্লক সভাপতিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সবে মিরাজ খান। মঙ্গলবার রাতে ওই আইএসএফ নেতাকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার তাঁকে হলদি…
নন্দীগ্রামের আইএসএফ নেতা গ্রেফতার
নন্দীগ্রাম-১ ব্লকের গড়চক্রবেড়িয়ার সংঘর্ষের ঘটনায় আইএসএফের স্থানীয় ব্লক সভাপতিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সবে মিরাজ খান। মঙ্গলবার রাতে ওই আইএসএফ নেতাকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার তাঁকে হলদিয়া এসিজেএম কোর্টে তোলা হয়। উল্লেখ্য, ওইদিন বিকেলে গড়চক্রবেড়িয়া ডাকবাংলো মোড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে বোমাবাজিও হয়। ঘটনায় দু’পক্ষের ১৩জন জখম হন। সংঘর্ষের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সবে মিরাজকে গ্রেপ্তার করে পুলিস।
যদিও ধৃতের ভাই মহম্মদ মাসিউর রহমান খান বলেন, আমার দাদা নিজেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খেয়েছে। ওর শরীরে বোমার স্প্লিন্টার ঢুকেছে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দাদার চিকিৎসা হয়েছে। রাতে উভয়পক্ষের লোকজনকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানেই দাদাকে পুলিস গ্রেপ্তার করে। শাসকদলের যেসব কর্মী হামলা চালাল তারা সবাই বাড়ি চলে গেল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। হামলাকারীদের বিরুদ্ধে আমি থানায় এফআইআর করেছি।
তৃণমূল নেতা শেখ আলরাজি বলেন, সবে মিরাজ আইএসএফ করেন। তাঁর এক ভাই বিজেপি এবং আরেক ভাই সিপিএম করেন। সকলেই বিরোধী দলনেতার পরামর্শমতো কাজ করেন। মঙ্গলবার একযোগে আমাদের কর্মীদের উপর হামলা করেছিল। থানায় অভিযোগ করতেই পুলিস মিরাজকে গ্রেপ্তার করে।
No comments