কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুরে বিজেপির বিজয় মিছিলপূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মধ্যখাড় বুথে বিজেপির বিজয় উল্লাস। গোটা আকাশ মাতলো গেরুয়া আবিরে। পটাশপুর ৩ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি সীমন্ত পট্টনায়ক, বলেন, মো…
কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুরে বিজেপির বিজয় মিছিল
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মধ্যখাড় বুথে বিজেপির বিজয় উল্লাস। গোটা আকাশ মাতলো গেরুয়া আবিরে। পটাশপুর ৩ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি সীমন্ত পট্টনায়ক, বলেন, মোদিজীর হাত শক্ত করার জন্য কাঁথি সহ মধ্যখাড় বুথে দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, পূর্ব মেদিনীপুর পদ্ম ফুলের ঘাঁটি এবং এই এলাকার সহ কাঁথির উন্নয়ন ঘটবে এমনটাই জানান। আপনারা দেখেছেন অনেক তৃণমূল নেতা অনেক বড় বড় কথা বলেছে। কিন্তু ৪ তারিখের রেজাল্ট বুঝিয়েছে মানুষ আমাদের পাশে আছে। আঞ্চলিকভাবে বিজয় মিছিল এখনো হয়নি। আজ এখানে যে বিজয় মিছিল টা হচ্ছে সেটা সৌমেন্দু অধিকারীর জয়লাভের সমর্থনে মধ্যখাড় বুথে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলটা করছি, এই মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিলে বিজয় উল্লাসে মেতে উঠেছে। উপস্থিত ছিলেন পটাশপুর ৩নং মন্ডলের সভাপতি সীমন্ত পট্টনায়ক, মন্ডল সম্পাদক ইন্দ্রজিৎ বারিক, মন্ডল সম্পাদক তাপস পাত্র, পঞ্চায়েত সদস্যা আগমনী বেরা, মধ্যখাড় সভাপতি স্বপন দাস, প্রমূখ।
No comments