নন্দীগ্রামে গেরুয়া ঝড়, সমবায় নির্বাচনে বিপুল আসনে জয় বিজেপির
নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার।প্রিয়ানগরী সমবায় কৃষ…
নন্দীগ্রামে গেরুয়া ঝড়, সমবায় নির্বাচনে বিপুল আসনে জয় বিজেপির
নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার।
প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গত ২১ জানুয়ারী তারিখে নির্বাচন ছিল। পরবর্তী সময়ে ২৫ মে ২০২৪ ভোট হওয়ার কথ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ফোর্স দিতে না পারার জন্য পিছিয়ে ২৩ জুন ২০২৪ করা হয়। মোট ভোটার সংখ্যা ৬৬০, আসন সংখ্যা ১২টি। বিজেপির পক্ষ থেকে ১২টি আসনেই নোমিনেশন করা হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে ১০ টি আসনে এবং বামেদের পক্ষ থেকে ৩ টি আসনে নোমিনেশন করেছিলো। ১২টি আসনের মধ্যে বিজেপি পায় ১১ টা এবং তৃণমূল পায় মাত্র ১ টি আসন। জয়ের পর বিজেপির কর্মী সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে।
No comments