হলদিয়া এবং কলকাতার মধ্যে প্রথম বন্দর ভিত্তিক পণ্য পরিবহনে নতুন দিগন্ত খুলে গেলদ্রুত পণ্য পরিবহনে কলকাতা থেকে হলদিয়া চালু হলো কন্টেনার ট্রেন । রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই "পোর্ট লিঙ্ক এক্সপ্রেস" পরিষেবার সূচনা করেন …
হলদিয়া এবং কলকাতার মধ্যে প্রথম বন্দর ভিত্তিক পণ্য পরিবহনে নতুন দিগন্ত খুলে গেল
দ্রুত পণ্য পরিবহনে কলকাতা থেকে হলদিয়া চালু হলো কন্টেনার ট্রেন । রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই "পোর্ট লিঙ্ক এক্সপ্রেস" পরিষেবার সূচনা করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা । একটি ব্যয়বহুল এবং পরিবেশ-বান্ধব "ল্যান্ড ব্রিজ" হিসেবে হলদিয়া এবং কলকাতার মধ্যে প্রথম উদ্যোগ,যার সুবাদে বন্দর ভিত্তিক পণ্য পরিবহনে নতুন দিগন্ত খুলে গেল ।
হলদিয়া ডক কমপ্লেক্সের (এইচডিসি)হলদিয়া কনটেইনার টার্মিনাল এবং কলকাতার বাল্মার লরি কনটেইনার মালবাহী স্টেশন (সিএফএস) এর মধ্যে একটি পন্য পরিবহন কৌশলগত পদক্ষেপ । হলদিয়ায় নাব্যতা বেশি থাকার কারণে পন্য পরিবহনের সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সি গুলি হলদিয়ায় বেশি পরিমাণ কন্টেইনার পেতে আগ্রহ প্রকাশ করেছিল । তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এর ফলে কলকাতা এবং হলদিয়া দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রের মধ্যে কনটেইনার পরিবহনের মাত্রা বাড়বে । সেই সঙ্গে খরচ বাঁচানো সম্ভব হবে । বন্দর ভিত্তিক বাণিজ্যে
পণ্য পরিবহনে একটি উল্লেখযোগ্য মাইলফলক এই ‘পোর্ট লিংক এক্সপ্রেস’ ট্রেনটি । ২৩ জুন হলদিয়া থেকে প্রথম কন্টেইনারবাহী ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে । হলদিয়া টার্মিনাল রয়েছে বঙ্গোপসাগরের কাছাকাছি । এখানে পণ্য পরিবহনের জোরালো সম্ভাবনা রয়েছে । বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা জানান,"হলদিয়া এবং কলকাতার মধ্যে ডেডিকেটেড ট্রেন চালানোর মাধ্যমে, কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট শুধুমাত্র লজিস্টিক চেইনের উন্নতিই করছে না । পাশাপাশি একটি পরিবেশ বান্ধব পরিষেবা প্রদান করছে যা সড়ক পরিবহনের সাথে যুক্ত কার্বন নিঃসরণ কমিয়ে আনবে । বেশ কিছু কন্টেইনার ভেসেল অপারেটর এবং শিপিং লাইন বড় জাহাজের জন্য হলদিয়া টার্মিনাল ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে । সেই সূত্রে বেশি পণ্য পরিবহন এবং লাভের হাতছানি রয়েছে । শিপিং এজেন্সিগুলির দাবি মেটাতে সক্ষম হবে এই কন্টেইনার ট্রেন । বন্দর বাণিজ্যে হলদিয়া- কলকাতা সড়কপথে আমদানি-রফতানি বাড়বে । চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি ।" ইতিমধ্যে হলদিয়া থেকে চীনের সাংহাই বন্দর পর্যন্ত জাহাজে কন্টেনার বোঝাই বন্য পরিবহনের কাজ শুরু হয়েছে । ৬ জুন চীন থেকে কন্টেইনার বোঝাই জাহাজ প্রথম হলদিয়া আসে । এমনি প্রতিমাসে ৪ টি কন্টেইনার বোঝাই জাহাজ হলদিয়া থেকে চীন যাবে । পাশাপাশি হলদিয়া - কলকাতা রেল পথে প্রতি সপ্তাহে হলদিয়া থেকে কলকাতা ৩ টি ট্রেন কন্টেনার বহন করবে । এই পণ্য পরিবহনের সঙ্গে রিবেট স্কিম'ও রয়েছে । যার ফলে পণ্য পরিবহন সংস্থাগুলি তাদের পণ্য কন্টেনার মাধ্যমে সরবরাহ করতে কলকাতা এবং হলদিয়া বন্দরকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে । এই পরিষেবা চালু হওয়ার ফলে নেপাল থেকে ভাইজাক বন্দরে যে পরিমাণ পণ্য যেত তা কমবে বলে মনে করছেন কলকাতা এবং হলদিয়া বন্দরের কর্তা ব্যক্তিগণ ।
No comments