Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ!

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ!
হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ । যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে হলদিয়া-কোলাঘা…

 


হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ!


হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ । যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়ক ছুঁয়ে যাওয়া হলদিয়ার ব্রজলালচক মোড়ে । দুর্ঘটনার উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ এলাকার মানুষজন । 

          চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট ব্রজলালচক মোড় থেকে বেআইনি দখলদার সরানোর নির্দেশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে । তাতে বলা হয়েছিল তিন সপ্তাহের মধ্যে দখলদার মুক্ত করতে হবে ওই ব্যস্ত মোড় থেকে । কিন্তু সেই সময় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে নিজেদের অক্ষমতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ করতে পারছে না । বাড়তি সময় চেয়ে ভোটের পরেই তারা সেই কাজে হাত দেওয়া হবে বলে আদালতকে জানিয়ে দেয় ।  ভোট পর্ব চলে গিয়েছে । কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো হেলদোল নেই । এমন অভিযোগ করেছেন স্থানীয় বহু বাসিন্দা  । স্থানীয় বাসিন্দা  হলদিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস জানিয়েছেন,"হলদিয়া শিল্প তালুকের প্রবেশের ব্রজলালচক মোড় সিংহ দুয়ার বলা যায় । এখানে চারটি রাস্তা একসঙ্গে মিশেছে । এই চৌমাথা মোড়ে সিগন্যাল সিস্টেম ঠিক মতো নেই । গত এক বছরে ছয় জন ব্যক্তির মৃত্যু হয়েছে এই মোড়ে  । মোড় ঘেঁষে, ফুটপাথ দখল করে ব্যবসা চালাচ্ছে কিছু মানুষ । ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে । হেঁটে চলা দায় হয়ে পড়েছে এলাকায় । যে কারণে দুর্ঘটনার বেড়েছে । এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখা উচিত ।" জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকে কোনভাবেই সমর্থন করছেন না এলাকার সংখ্যাধিক্য মানুষ । স্থানীয় হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাজী জানিয়েছেন,"আদালতের নির্দেশে এটা মূলত জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব । দখলদার মুক্ত করে ব্রজলালচক মোড়কে সুন্দর রূপ দেয়া হোক এটা আমরা চাই ।"পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান স্থানীয় বাজার কমিটির সদস্য প্রশান্ত দাস এবং সনাতন দাস স্থানীয় শিক্ষক। এছাড়াও হলদিয়া কোর্টের আইনজীবী এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত খাদ্য কর্মাধ্যক্ষ সামীম আখতার জানিয়েছেন,"প্রশাসনিক তরফে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তাদের কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছি । কিন্তু তারা নিষ্ক্রিয় থাকলে আমাদের কিছু করার নেই ।" যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ম্যানেজার অজিত সিং জানিয়েছেন,"আমাদের কাছে আদালত অর্ডার করেছে শুনেছি । দেখছি কি করা যায় ।"এই জাতীয় সড়কের গা ঘেঁষে রয়েছে রাধামনি, নিমতৌড়ি, খঞ্চি,নন্দকুমার চৌমাথা মোড়, কাপাসেড়্যা , বাড়সুন্দরা এলাকায় দখলদার সরিয়ে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা হয়েছে । ব্রজলালচক মোড় কবে এমন রূপ পাবে সেই অপেক্ষায় স্থানীয় মানুষজন ।

No comments