বিদেশের মাটিতে সোনা জয়ী হলদিয়ার তিন খেলোয়াড়
সিঙ্গাপুরে হলদিয়ার তিন খেলওয়াড়ের সাফল্য
সিঙ্গাপুর মাস্টার্স অ্যাথলেটিক্স গেমসে সফল হলেন হলদিয়ার প্রতিযোগীরা।
২২-২৩ জুন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়…
বিদেশের মাটিতে সোনা জয়ী হলদিয়ার তিন খেলোয়াড়
সিঙ্গাপুরে হলদিয়ার তিন খেলওয়াড়ের সাফল্য
সিঙ্গাপুর মাস্টার্স অ্যাথলেটিক্স গেমসে সফল হলেন হলদিয়ার প্রতিযোগীরা।
২২-২৩ জুন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ক্ষুদিরামনগরের সায়ন্তনী সাহা ৩কিমি দৌড়ে সোনা, ৫ কিমি দৌড়ে সিলভার,১৫০০মি.রৌপ্য পেয়েছেন।
ডিঘাসিপুরের সুনীতা প্ৰসাদ , শটপাট সিলভার ও ৩ কিমি দৌড়ে সিলভার জ্যাভলিন থ্রোয়ে সিলভার পেয়েছেন। সেখ ইব্রাহিম আলি জ্যাভলিন ব্রোঞ্জ ট্রিপল জাম্প সিলভার পেয়ে সাফল্য অর্জন করেছে। সুনীতা ও ইব্রাহিম৩৫-৩৯ বছরের বিভাগে যোগ দেন। তিনজনে এটাই দ্বিতীয় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। তাঁরা জানাচ্ছেন, অন্য রাজ্যে মাস্টার্সের প্রতিযোগীরাও আর্থিক সাহায্য পান।
মাস্টার অ্যাথলেটিসে অংশগ্রহণকারী দেশ ছিলেন সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন হংকং মোট ১২ টি দেশ এই মাস্টার অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন। হলদিয়ার তিন খেলোয়াড় বিদেশের মাটিতে জয়লাভ করা হলদিয়ার মানুষ বেজায় খুশি। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় অনেকগুলি স্টেডিয়াম থাকলেও প্র্যাকটিস করার মত উপযুক্ত হয়নি। হলদিয়া বাড়ঘাসীপুর স্টেডিয়ামে অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে প্রায় ২২ টি বছর অতিক্রান্ত হতে চলল এই স্টেডিয়ামটি গড়ে তুললে তাহলে আরো অনেক যুবক-যুবতী খেলোয়াড় তৈরি হতো বলে তাদের বিশ্বাস।
No comments