Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরের ভিতরে ক্রেনে আগুন লাগা নিয়ে তদন্ত শুরু হলো দাঁড়িয়ে থাকা জাহাজের কাজ পুনরায় চালু হলো

বন্দরের ভিতরে ক্রেনে আগুন লাগা নিয়ে তদন্ত শুরু হলো দাঁড়িয়ে থাকা জাহাজের কাজ পুনরায় চালু হলো
 হলদিয়া বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কোটি মূল্যের একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের ডক এরিয়ায় …

 


বন্দরের ভিতরে ক্রেনে আগুন লাগা নিয়ে তদন্ত শুরু হলো দাঁড়িয়ে থাকা জাহাজের কাজ পুনরায় চালু হলো


 হলদিয়া বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কোটি মূল্যের একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের ডক এরিয়ায় ২নম্বর বার্থে একটি কয়লার জাহাজে কাজের সময় ওই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে অন্য দুটি ক্রেনের অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ফলে রাত থেকে ওই বিদেশি জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এদিকে, দমকল বাহিনী আগুন নেভানোর পর ওইদিন রাত থেকে এলাকাটি ঘিরে ফেলেছে বন্দরের সিআইএসএফ জওয়ানরা। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ক্রেনে আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ। একইসঙ্গে ক্রেনের ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজও চলছে। বন্দরের ডক সেফটি বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা এদিন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখেন। বন্দরের ওই বার্থ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) মোডে রিপ্লে এন্ড কোম্পানি এবং ওড়িশার বোথরা স্টিভেডরস কোম্পানি পরিচালনার দায়িত্বে রয়েছে। বন্দরের পাশাপাশি বেসরকারি সংস্থার পক্ষ থেকেও আগুন লাগার কারণ খতিয়ে দেখার কাজ চলছে। তবে, প্রাথমিকভাবে সর্টসার্কিটের কারণে ওই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। 

শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ বন্দরে ওই স্বয়ংক্রিয় ক্রেনে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ক্রেন। আগুনের লেলিহান শিখা প্রায় পাঁচ তলা বাড়ির সমান উঁচু অব্দি পৌঁছয়। খবর পেয়েই ছুটে আসে বন্দরের নিজস্ব চারটি ফায়ারের গাড়ি। এছাড়া রাজ্য সরকারের দমকলের দুটি ইঞ্জিনও আগুন নেভানোর কাজে লাগে। মোট ৬টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভয়ংকর আগুনে গলে গিলে গিয়েছে ক্রেনের লোহার মোটা আস্তরণ। ৮০টন ওজন তুলতে পারে এমন লোহার মোটা কাছিও আগুনে ঝলসে গিয়ে ছিঁড়ে পড়ে বলে জানা গিয়েছে।

পারাদীপে কিছুটা কয়লা নামিয়ে হলদিয়া এসেছিল জাহাজটি। জাহাজে প্রায় ২৮ হাজার টন কয়লা ছিল। জাহাজে সার্ভের পর রাত ৮ টা ১০নাগাদ কয়লা নামানোর কাজ শুরু করে তিনটি মোবাইল হারবার ক্রেন। তারমধ্যে একটি ক্রেনে হঠাৎ আগুন লাগে। 

বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রবীনকুমার দাস বলেন, বন্দরের দমকল বিভাগের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্বে আনা গিয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে তা খতিয়ে দেখার পর  অগ্নিদগ্ধ ক্রেনকে সরানো হবে। আপাতত বাকি দুটি ক্রেন দুপুর থেকে জাহাজ খালাসের কাজ শুরু করেছে।

No comments