হলদিয়া থেকে কলিকাতা পৌঁছে যাবার খুব কম সময়ে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অথবা কুকড়াহাটি রায়চক ফেরি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার পার হয়ে শিয়ালদা পৌঁছানোর জন্য ট্রেন যোগাযোগের ব্…
হলদিয়া থেকে কলিকাতা পৌঁছে যাবার খুব কম সময়ে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অথবা কুকড়াহাটি রায়চক ফেরি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার পার হয়ে শিয়ালদা পৌঁছানোর জন্য ট্রেন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এছাড়া কাকদ্বীপ যেতে হলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সেই ফেরি সার্ভিস মাসের মধ্যে প্রায় ছয় থেকে সাত বার নোটিশ জারি করে বন্ধ বন্ধ বলে মানুষকে নাজেহাল করছে। গত নির্বাচনের আগে থেকেই জেঠি মেরামতী করার জন্য প্রায় তিনবার বন্ধ হয়েছে আবার চালু করেছেন।
কিন্তু আবার নতুন করে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান নোটিশ জারি করলেন আগামী ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে ফেরি সার্ভিস সাধারণ মানুষের কথা মাথায় রেখে যাতে বিকল্প যেটি ঘাটে সার্ভিস চালু রাখা যায় তার আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।
No comments