শ্রমমন্ত্রকের নয়া গেজেট, অবসরের পিএফ, পেনশন প্রশ্নের মুখে
প্রভিডেন্ট ফান্ড (পিএফ), পেনশন, বিমা সংক্রান্ত তহবিলে নির্ধারিত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে জরিমানার টাকা এক ধাক্কায় প্রায় চার ভাগের বেশি কমিয়ে দিল কেন্দ্র। ১৪ জ…
শ্রমমন্ত্রকের নয়া গেজেট, অবসরের পিএফ, পেনশন প্রশ্নের মুখে
প্রভিডেন্ট ফান্ড (পিএফ), পেনশন, বিমা সংক্রান্ত তহবিলে নির্ধারিত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে জরিমানার টাকা এক ধাক্কায় প্রায় চার ভাগের বেশি কমিয়ে দিল কেন্দ্র। ১৪ জুন এই মর্মে গেজেট বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। তৃতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকারের এই সিদ্ধান্ত শ্রমজীবীদের সামাজিক সুরক্ষাকে বিপন্ন করে তুলল বলে সিটু অভিযোগ। বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে দেশে শ্রমজীবীদের সংখ্যা ৪৮ কোটি ৭০ লক্ষের বেশি হলেও পিএফ, পেনশনের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ১১ কোটি ৮০ লক্ষ। বহু ক্ষেত্রে সংস্থাগুলি নির্ধারিত টাকা সময়মত জমা দেয় না। বহু সংস্থা এই শ্রমিক, কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া ঢাকা ইপিএফও'তে জমা না দিয়ে তারা নিজদের ব্যবসায় খাটাচ্ছে। এই পরিস্থিতিতে কর্পোরেটদের স্বার্থ দেখতেই ইপিএফও'তে টাকা নির্দিষ্ট সময়ে জমা না দিলেও সংস্থারগুলির জরিমানা আগের চেয়ে এক ধাক্কায় ৫ ভাগের এক ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর জেরে বেসরকারি সংস্থাগুলিকে পিএফ, পেনশনের টাকা গায়েব করতে বা অন্যখাতে বিনিয়োগ করতে তাদের আরও উৎসাহী করবে। এর ফলে শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ আরও বিপন্ন হবে। তাঁদের অবসরের সময় পিএফ, বা পেনশনের টাকা কতটা মিলবে তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
No comments