Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কার করা হোক দাবি জাতীয় শিক্ষক সুজন কুমার বালা

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/arBj8WJr51o
স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি করেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনে প্রতিষ্ঠা …

 


ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/arBj8WJr51o


স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি করেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার পূর্ণাঙ্গ মূর্তি। মূর্তির আবরণ উন্মোচিত হয়েছিল ১৫ ই আগস্ট ২০১৫ যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাধীনতার সংগ্রামী বিরাজ মোহনদাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি মাহমুদ হোসেন। ছিলাম সেই সময় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই মূর্তিতে কাপড় জড়িয়ে রাখা হয়েছে। দেখে সকলেই হতবাক এছাড়াও মূর্তির আশেপাশে আবর্জনা ভর্তি, এলাকায় শিক্ষক ও চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস তিনি বললেন যত শীঘ্র সম্ভব বিকৃত মূর্তি সংস্কার করা হোক , স্বাধীনতা আন্দোলনে মা মাতঙ্গিনী হাজরার স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে এলাকার মায়েরা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন । পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন খাদ্য কর্মাধ্যক্ষ সামীম আখতার তিনি বলেন রেমাল ঘূর্ণিঝড়ে মূর্তি বিকৃত হয়েছে খুব শীঘ্রই তার কাজ হয়ে যাবে । জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আগে কাজ আগে করতে হয় । অনেক দিন হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে। মা মাতঙ্গিনী হাজরার  বিকৃত মূর্তি ঘূর্ণিঝড়ে হয়ে থাকে তাহলে কেনই বা এতদিন এই কাজ হয়নি। দ্রুত মূর্তি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট প্রশাসনের।



No comments