Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরল বিজেপি

অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরল বিজেপিঅরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরল বিজেপি। আগামী ৪ জুন দেশজুড়ে লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। তার আগেই কিছুটা স্বস্তি পেল গেরুয়া শিবির। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ টি বিধানসভার আস…

 



অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরল বিজেপি

অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরল বিজেপি। আগামী ৪ জুন দেশজুড়ে লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। তার আগেই কিছুটা স্বস্তি পেল গেরুয়া শিবির। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ টি বিধানসভার আসনের মধ্যে ৪৬ টিই পেয়েছে বিজেপি। নাম মাত্র আসন পেয়েছে বিরোধীরা। অপরদিকে সিকিমে ফের ক্ষমতায় ফিরছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। বিধানসভায় বিরোধী শিবিরকে ধরাশায়ী করে দিয়েছে সিকিমের বর্তমান শাসক দল। ৩২ আসন বিশিষ্ট সিকিমের বিধানসভায় এসকেএম একাই পেয়েছে ৩১ টি। শুধুমাত্র একটি আসন পেয়েছে পবন কুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। গত ১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার সঙ্গেই ভোট হয়েছিল অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভার। এক দফাতেই অরুণাচলের ৬০ আসনে ও সিকিমের ৩২ আসনে ভোট হয়। যার মধ্যে সিকিমের বিধানসভা নির্বাচনে ৭৯.৮৮ শতাংশ ও অরুণাচল প্রদেশে ৮২.৯৫ শতাংশ ভোট পড়েছিল। অরুণাচলে লড়াইটা যে একমুখী হবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ ৬০ টির মধ্যে ১০টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যায় বিজেপি। যার মধ্যে ছিলেন অরুণাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও উপ মুখ্যমন্ত্রী ছৌনা মেইয়ি। আজ, রবিবার ইভিএম খুলতেই দেখা গেল বাকি ৫০ আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৩৬ টি আসন। বাকিদের মধ্যে এনপিইপি ৫টি, পিপিএ ৩টি, এনসিপি ৩টি, কংগ্রেস ১টি ও নির্দল ৩টি আসনে জয়ী হয়েছে। অরুণাচল প্রদেশে এই বিপুল জয়ের পর সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে সিকিমে বড় জয় পেয়ে ফের ক্ষমতায় ফিরল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। ৩২ টি আসনের মধ্যে তাদের ঝুলিতে গিয়েছে ৩১ টি। বিরোধী দল এসডিএফ পেয়েছে ১ টি আসন। গত ১৯ এপ্রিল বিধানসভার সঙ্গেই অরুণাচল প্রদেশের ২ টি ও সিকিমের ১ টি লোকসভা আসনেও নির্বাচন হয়েছিল। আজ, রবিবার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হল। অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের গণনা হবে আগামী মঙ্গলবার (৪ জুন) দেশের বাকি অংশের সঙ্গেই।

No comments