Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুই টি বুথে পুনরায় নির্বাচন

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুই টি বুথে পুনরায় নির্বাচন

 ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রেই ৪২০টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১২টি বুথেও উঠেছিল সেই দাবি। বসিরহাটের বিজেপি প্রার্থী প্রায় শ’খা…




ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুই টি বুথে পুনরায় নির্বাচন



 ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রেই ৪২০টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১২টি বুথেও উঠেছিল সেই দাবি। বসিরহাটের বিজেপি প্রার্থী প্রায় শ’খানেক বুথে পুনর্নির্বাচন চেয়েছেন। কিন্তু কমিশন সূত্রে খবর, দলের তরফে কোনও চিঠি আসেনি। শেষ পর্যন্ত বিজেপির পুনর্নির্বাচনের কান্নাকাটি কার্যত কানে তুলল না নির্বাচন কমিশন। ডায়মন্ডহারবার কেন্দ্রের একটি আসনেও পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি কমিশন। মথুরাপুরে বিজেপি চেয়েছিল ১২টি বুথে পুনরায় নির্বাচন। সেখানে মাত্র একটিতে সম্মতি দিয়েছে কমিশন। সেই সঙ্গে বারাসত লোকসভায় দেগঙ্গার একটি বুথেও নির্বাচন হবে। আজ, সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ৪২০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিলেন। স্ক্রুটিনির পর সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই লোকসভা আসনে কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘ভোটের দিন ফলতা, ডায়মন্ডহারবার, বজবজ ইত্যাদি জায়গায় একাধিক বুথে ছাপ্পা মারা হয়েছে এবং কয়েকটি বুথে তাঁর নামের পাশের বোতামে টেপ মেরে রাখা হয়েছিল।’ অন্যদিকে, বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথে সোমবার পুনরায় ভোট রয়েছে। এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বলেন, ‘ওই বুথে ছাপ্পা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।’ এই নিয়ে মথুরাপুরের তৃণমূলের প্রার্থী বাপি হালদার বলেন, ‘বিজেপি ভোটের দিন উত্তেজনা তৈরি করার জন্য অনেক বুথে পুনরায় নির্বাচন চেয়ে চিঠি দিয়েছিল কমিশনকে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ এদিকে রবিবার দেগঙ্গায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতৃত্ব। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তৃণমূল ব্লক, অঞ্চল সভাপতিদের ঘিরে চলে বিক্ষোভ। যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথের দুই নম্বর ঘরে শনিবার দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে। সমস্ত বিষয়টি ওয়েব কাস্টিংয়ে ধরা পড়ে। শনিবার ভোটের পর এই বুথের এক তৃণমূল নেতাকে পুলিস গ্রেপ্তার করে। 

নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, ‘কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি। মূলত, মহিলারা তাঁদের কিছু দাবি নিয়ে এসেছিলেন। আর তা পুলিসকে বলা হয়েছে।’

No comments