ভোট গণনা: বিশেষ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরমাঝে আর একদিন। তারপরই শুরু হয়ে যাবে গণনা। এই বিশেষ মুহূর্তে আজ রবিার বিকালে দলীয় প্রার্থী, কাউন্টিং এজেন্ট ও জেলাসভাপতিদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই তিনি কাউন্টি…
ভোট গণনা: বিশেষ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মাঝে আর একদিন। তারপরই শুরু হয়ে যাবে গণনা। এই বিশেষ মুহূর্তে আজ রবিার বিকালে দলীয় প্রার্থী, কাউন্টিং এজেন্ট ও জেলাসভাপতিদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই তিনি কাউন্টিং অবজারভারও নিয়োগ করলেন। পাশাপাশি এজেন্টদের সংবর্ধনা দিয়ে জানিয়ে দেন এক্সিট পোল দেখে ভাবনার কিছু নেই। ওটা বিজেপির চক্রান্ত। এদিনের বৈঠকে তিনি এও বলেন, গণনা চলাকালীন কোনও টেবিলের গণনায় তৃণমূল পিছিয়ে থাকতে পারে। তবে মনোবল হারাবেন না। শেষ ইভিএম গণনা না হওয়া পর্যন্ত কেউ ময়দান ছাড়বেন না। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে বাড়তি নজর দিতে হবে। ওই সময় নানা চক্রান্ত হতে পারে, কোনও প্ররোচনায় কেউ পা দেবেন না।
No comments