শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলো ১০ টি পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের প্রতাপদিঘি তে শিশির অধিকারী হাত ধরে সিরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ টি পরিবার ৩০ জন কর্মি তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ…
শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলো ১০ টি পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের প্রতাপদিঘি তে শিশির অধিকারী হাত ধরে সিরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ টি পরিবার ৩০ জন কর্মি তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলো।
পটাশপুর বিজেপি ৩ মন্ডলের আয়োজন প্রতাপদীঘির কইত তলাতে সৌমেন্দু অধিকারী সমর্থনে একটি কর্মিসভা হয় সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। তার হাত ধরে আজ তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করে তৃণমূল কর্মিরা।
এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর ৩ মন্ডল সভাপতি সিমন্ত পট্টনায়েক,জেলা নেত্রিত তাপস মাঝি, জেলা সদস্য গৌর কিশোর মহান্তি, ৩ মন্ডল সম্পাদক ইন্দ্রজিত বারিক, মোনালিসা বেরা, সান্তনু বেরা,
No comments